উদয়ন গুহর উপরে 'হামলাকারীদের' গ্রেফতারের দাবি, পুলিসের বিরুদ্ধে পোস্টার দিনহাটায়

হাতের হাড ভেঙে যায় উদয়নবাবুর

Updated By: Jun 1, 2021, 09:19 PM IST
উদয়ন গুহর উপরে 'হামলাকারীদের' গ্রেফতারের দাবি, পুলিসের বিরুদ্ধে পোস্টার দিনহাটায়

নিজস্ব প্রতিবেদন: প্রাক্তন তৃণমূল কংগ্রেস বিধায়ক উদয়ন গুহ-র উপরে হামলার ঘটনায় অভিযুক্ত ৩ জনকে গ্রেফতার করা হচ্ছে না কেন? তিনজনের ছবি দিয়ে পোস্টার পড়ল দিনহাটা শহরের ২ নম্বর ওয়ার্ডে। পোস্টারে আঙুল তোলা হয়েছে পুলিসের বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়াতেও ঘুরছে ওই পোস্টার।

আরও পড়ুন-এখনই vaccine mixing বা Covishield-র Single-Shot নয়, স্পষ্ট জানাল কেন্দ্র

উদয়ন গুহর উপরে হামলাকারী হিসেবে ৩ জনের বিরুদ্ধে পুলিসে অভিযোগও করেছে তৃণমূল। দলীয় সূত্রে দাবি, অভিযুক্ত অজয় রায়, বাদল সরকার ও ঝনঞ্জয় দেবনাথ ভোটের আগেই তৃণমূল ছেড়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। পোস্টার কারা দিয়েছে তা স্পষ্ট নয় তবে, পোস্টারের নীচে লেখা, 'দিনহাটা(Dinhata) ২ নং ওয়ার্ডের নাগরিক বৃন্দ।’

আরও পড়ুন- শো-কজের জবাব দিতে চলেছেন আলাপন, কী থাকতে পারে চিঠিতে?   

উল্লেখ্য়, গত ৬ মে দুপুর বারোটার পরে দিনহাটার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন উয়দন গুহ(Udayan Guha)। পথে দিনহাটা বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় তাঁর গাড়ির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়। তিনি হাতে ও মাথায় আঘাত পান। হাতের হাড ভেঙে যায় উদয়নবাবুর।  তাঁকে বাঁচাতে গিয়ে মারা খান তাঁর নিরাপত্তারক্ষীও। বাঁশের আঘাতে তাঁর মাথা ফেটে যায়।

উল্লেখ্য়, গত ৬ মে দুপুর বারোটার পরে দিনহাটার তৃণমূল কংগ্রেস কার্যালয় থেকে বাড়ি ফিরছিলেন উয়দন গুহ(Udayan Guha)। পথে দিনহাটা বয়েজ ক্লাব সংলগ্ন এলাকায় তাঁর গাড়ির উপরে হামলা চালায় দুষ্কৃতীরা। গাড়ি ভাঙচুর করা হয়। তিনি হাতে ও মাথায় আঘাত পান। হাতের হাড ভেঙে যায় উদয়নবাবুর।  তাঁকে বাঁচাতে গিয়ে মারা খান তাঁর নিরাপত্তারক্ষীও। বাঁশের আঘাতে তাঁর মাথা ফেটে যায়। 

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.