গোবরডাঙায় কাউন্সিলরের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে পোস্টার

অনেক আগে থেকেই শঙ্কর দত্তের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজ, টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভও ছিল।

Updated By: Jun 27, 2019, 12:15 PM IST
গোবরডাঙায় কাউন্সিলরের বিরুদ্ধে ‘কাটমানি’ নেওয়ার অভিযোগে পোস্টার

নিজস্ব প্রতিবেদন:  কাটমানি নেওয়ার অভিযোগে গোবরডাঙার কাউন্সিলরের নামে পড়ল পোস্টার। বৃহস্পতিবার সকালে গোবরডাঙার ৫ নম্বর ওয়ার্ডের বিভিন্ন জায়গায় কাউন্সিলর শঙ্কর দত্তের নামে কাটমানি নেওয়ার অভিযোগ তুলে পোস্টার পড়ে।

 

অনেক আগে থেকেই শঙ্কর দত্তের বিরুদ্ধে তোলাবাজি, সিন্ডিকেটরাজ, টাকা নেওয়ার অভিযোগ রয়েছে। তা নিয়ে এলাকাবাসীদের মধ্যে চাপা ক্ষোভও ছিল। রাজ্যের বিভিন্ন দিকে যখন কাউন্সিলরদের কাছে কাটমানি ফেরত চেয়ে বিক্ষোভ দেখাচ্ছেন স্থানীয়রা, তখন গোবরডাঙার কাউন্সিলর শঙ্কর দত্তের বিরুদ্ধে পোস্টার পড়ে।

পুলিসের গুলিতে আহত বিজেপি কর্মী, গুড়াপে থানা লক্ষ্য করে ইটবৃষ্টি

এই পোস্টার ভাইরাল হওয়ায় বেশ কয়েকজন বিজেপি কর্মী সমর্থককে আটক করে পুলিস। পরে জিজ্ঞাসাবাদ করে ছেড়ে দেওয়া হয়।

.