Siliguri BJP: "সভাপতির একনায়কতন্ত্র মানছি না", BJP-তে ফের পোস্টার বিতর্ক
বিজেপির (BJP) জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের পাল্টা দাবি, সম্পূর্ণটা বিরোধী দলের চক্রান্ত। শিলিগুড়িতে আসন্ন মহকুমা পরিষদের পঞ্চায়েত ভোট। মহাকুমা পরিষদ এলাকায় শাসকদলের কোন সংগঠন নেই।
নারায়ণ সিংহ রায়: ফের বিজেপিতে পোস্টার বিতর্ক। এবার বিজেপির শিলিগুড়ি জেলা সভাপতির বিরুদ্ধে পোস্টার পড়ল। যদিও এই বিষয়ে মুখ খুলতে চাননি সভাপতি আনন্দময় বর্মন। পাল্টা তোপ তৃণমূলের।
জানা গিয়েছে, রাতের অন্ধকারে শহরের প্রাণকেন্দ্র হাশমি চকে, জেলা সভাপতির নামে পোস্টার লাগানো হয়। অভিযোগ করা হয়, একনায়কতন্ত্র চালাচ্ছেন জেলা সভাপতি। নিজের পছন্দের লোকদের পদে বসাচ্ছেন তিনি এবং দুর্নীতির বিরুদ্ধে পোস্টার লাগানো হচ্ছে। এর আগেও জেলা সভাপতির বিরুদ্ধে একাধিক অভিযোগে সরব হয়েছেন বিজেপি নেতা-কর্মীরা। এবার সরাসরি ছবির উপর লাল কালি দিয়ে ক্রস চিহ্ন দেওয়া। পাশাপাশি একাধিক অভিযোগ করা হয়েছে।
বিজেপির (BJP) জেলা সভাপতি তথা মাটিগাড়া নকশালবাড়ির বিধায়ক আনন্দময় বর্মনের পাল্টা দাবি, সম্পূর্ণটা বিরোধী দলের চক্রান্ত। শিলিগুড়িতে আসন্ন মহকুমা পরিষদের পঞ্চায়েত ভোট। মহাকুমা পরিষদ এলাকায় শাসকদলের কোন সংগঠন নেই। সেই পঞ্চায়েত ভোটে হার নিশ্চিত জেনেই শাসকদল এ ধরনের কান্ড ঘটিয়েছে। যদি তৃণমূলের ইন্ধনে দলের কেউ ওই কাজ করে থাকে, তাহলে তাঁর বিরুদ্ধেও যথাযথ ব্যবস্থা নেওয়া হবে, বলে জানান আনন্দময় বর্মন।
অপরদিকে শিলিগুড়ির মেয়র তথা তৃণমূল নেতা গৌতম দেব জানান, "বিভিন্ন রাজনৈতিক দল তাদের নিজস্ব মতাদর্শের উপর ভিত্তি করে চলে। আমার জানা নেই বিজেপির জেলা সভাপতি কে? আছে নাকি নেই বা পরিবর্তন হয়েছে কি না। বিজেপি কোনও রকম জনহিতমূলক কাজ করে না। শুধুমাত্র প্রচার ও সেন্ট্রাল এজেন্সির জোরে বেশিদিন ক্ষমতায় থাকা যায় না। এর জন্যই বিভিন্ন সময়ে বিভিন্ন জেলাতে বিজেপির অন্তর্কলহ প্রকাশ্যে এসেছে। তারাই বলতে পারবে তাদের ভেতরে কি চলছে।"