Sitalkuchi: ভোট পরবর্তী অশান্তি, শীতলকুচিতে ধীরেন্দ্র বর্মন খুনের তদন্তে সিবিআই টিম
চানঘাটে একটি বাঁশঝাড়ের কাছেই গত ২৫ মে পড়েছিল ধীরেন্দ্র বর্মণের মৃতদেহ। ওই জায়গাটি ঘুরে দেখে সিবিআই টিম
নিজস্ব প্রতিবেদন: বিধানসভা নির্বাচন পরবর্তী অশান্তির ঘটনায় শীতলকুচিতে খুন হন ধীরেন্দ্র বর্মণ নামে এক ব্যক্তি। নিহত ওই ব্যক্তিকে নিজেদের সমর্থক বলে দাবি করেছে তৃণমূল ও বিজেপি। তবে সেই খুনের ঘটনার তদন্তে এল সিবিআইয়ের টিম।
আরও পড়ুন-Tripura: CPI(M) এবং BJP-র মধ্যে খণ্ডযুদ্ধ ত্রিপুরায়, আগুন বাম কার্যালয়ে
বুধবার শীতলকুচির চানঘাট এলাকায় আসে সিবিআইয়ের ২ সদস্যের টিম। তাদের সঙ্গে ছিল শীতলকুচি থানার পুলিস ও ওসি মৃত্যুঞ্জয় চক্রবর্তী।
চানঘাটে একটি বাঁশঝাড়ের কাছেই গত ২৫ মে পড়েছিল ধীরেন্দ্র বর্মণের মৃতদেহ। ওই জায়গাটি ঘুরে দেখে সিবিআই টিম। তাদের সঙ্গে ছিলেন মাথাভাঙা হাসপাতালের চিকিত্সক এন দাস। সূত্রের খবর তিনিই ধীরেন্দ্র নাথ বর্মণের দেহের ময়না তদন্ত করেছিলেন।
আরও পড়ুন-Contai: ত্রিপল চুরি মামলা, শুভেন্দু ঘনিষ্ঠ হিমাংশুর বিরুদ্ধে হুলিয়া জারি আদালতের
সরেজমিনে এলাকা ঘুরে দেখার পর ঘটনার সময়কালীন তথ্য অনুসন্ধানের জন্য শীতলকুচি থানায় আসে সিবিআইয়ের টিম।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)