Bardhaman: দাম শুনলে চোখ কপালে উঠবে, এসটিএফের অভিযানে উদ্ধার ৯৪৩ গ্রামের 'তেজস্ক্রিয়' ধাতু
ধৃতদের কাছে থেকে উদ্ধার ৯৪৩ গ্রাম ওজনের ধাতুটি কি আসলে তেজস্ক্রিয়! ধন্দে পুলিস
নিজস্ব প্রতিবেদন: খবর ছিল আগে থেকেই। ফাঁদ পেতে ছিল এসটিএফ ও বর্ধমান পুলিস। সেই ফাঁদে পড়ে বর্ধমান শহরের পারবীরহাটা এলাকা থেকে উদ্ধার হল 'তেজস্ক্রিয়' ধাতু। রবিবার ওই অভিযানে গ্রেফতার ৩ জন।
ডিএসপি হেডকোয়ার্টার অতনু ঘোষাল জানান, ধৃতদের নাম আশিস বন্দ্যোপাধ্যায়, নিমাই দাস ও পার্থ পাল। এদের বাড়ি রায়না, হুগলি ও বর্ধমান শহরে। এসটিএফের কাছে খবর ছিল, ওই তিনজন ৫০ লাখ টাকার বিনিময়ে ওই 'তেজস্ক্রিয়' ধাতু এক ব্যক্তিকে বিক্রি করার জন্য জড়ো হয়েছে। সেই খবরের ভিত্তিতে অভিযান চালায় এসটিএফ ও বর্ধমান পুলিস।
ধৃতদের কাছে ৯৪৩ গ্রাম ওজনের একটি ধাতু উদ্ধার হয়েছে। ধাতুটি আসলে তেজস্ক্রিয় কোনও ধাতু কিনা তা পরীক্ষার জন্য পাঠানো হচ্ছে। পুলিসের অনুমান ধৃতরা কোনও প্রতারণা চক্রের সঙ্গে জড়িত থাকতে পারে। ওই ৩ জনকে হেফাজতে চেয়ে সোমবার তাদের আদালতে পেশ করা হয়েছে।
আরও পড়ুন-Gitanjali Express: হাতে AC কোচের টিকিট, স্টেশনে এসে যাত্রীরা দেখলেন সেই কোচটিই উধাও!