Jalpaiguri Graveyard Controversy: জঙ্গল সাফাই করতে গিয়ে উদ্ধার পাইপ গান-কার্তুজ, শত বছরের করবস্থানে তীব্র চাঞ্চল্য
কীভাবে ওই কার্তুজ ও পাইপ গান এলো? খোঁজ চালাচ্ছে পুলিস।
নিজস্ব প্রতিবেদন: কবরস্থান সাফাই করতে গিয়ে সাফাইকর্মীদের নজরে পড়ল পাইপ গান-সহ কার্তুজ। কোথা থেকে এল এই আগ্নেয়াস্ত্র? ঘটনাকে কেন্দ্র করে জলপাইগুড়ি সদর ব্লকের বেলাকোবা গ্রাম পঞ্চায়েতে চাঞ্চল্য।
রবিবার ঘটনাটি ঘটেছে শিলিগুড়ি-জলপাইগুড়ি জাতীয় সড়কের পাশে অবস্থিত দশ দরগা এলাকায়। এক সাফাই কর্মী জানান, সামনে পরব থাকায় কবরস্থান সাফ করছিলেন তিনি। এরপরই ঝোপের মধ্যে নজরে পড়ে গুলি-সহ পাইপ গানগুলো। প্রথমে কিছুটা ভয় পেয়ে যান তিনি। এরপর জলপাইগুড়ি কোতোয়ালি থানায় খর দেন।
তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় জলপাইগুড়ি কোতোয়ালি থানার পুলিশ। কলরস্থান থেকে উদ্ধার হয় পাইপ গান-সহ ৬ রাউন্ড কার্তুজ। শিলিগুড়ি, জলপাইগুড়ি-সহ বেশ কয়েকটি পুরসভার সদ্য ভোট শেষ হয়েছে। এর মধ্যে এই ধরনের ঘটনায় ইতিমধ্যে এলাকায় আতঙ্কের বাতাবরণ সৃষ্টি হয়েছে। কোথা থেকে এবং কীভাবে ওই কার্তুজ ও পাইপ গান এলো, সেই খোঁজ চালাচ্ছে পুলিস।
আরও পড়ুন: Jagaddal: ভয়ঙ্কর ঘটনা, মায়ের উপরে প্রতিশোধ নিতে শিশুর গায়ে ফুটন্ত জল ছুড়ে মারল যুবক