ওয়েব ডেস্ক: ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে থাকা ৮টি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালিয়েছে ঘাটাল থানার পুলিস। প্রতিবাদে সকাল থেকে পরিষেবা বন্ধ রেখেছেন অ্যাম্বুল্যান্স চালকরা। বিপাকে রোগী ও রোগীর পরিবার। অ্যাম্বুল্যান্স চালকদের অভিযোগ, গতরাতে ঘাটাল থানার ওসি সুজয় লায়েক মদ্যপ অবস্থায় অ্যাম্বুলেন্সগুলিতে হামলা চালান। এদিকে ভাঙচুরে অভিযোগ অস্বীকার করেছেন সুজয় লায়েক। কিন্তু, অ্যাম্বুল্যান্সগুলির লুকিং গ্লাস খুলে নিয়ে আসার কথা জানিয়েছেন তিনি।

আরও পড়ুন রায়গঞ্জ কাণ্ডে গ্রেফতার আরও এক, এই নিয়ে চারজনকে গ্রেফতার করল পুলিস

তাঁর দাবি, হাসপাতাল চত্বরে অকারণ অনেক গাড়ি দাঁড়িয়ে থাকে। এবং তার আড়ালে বসে মদ ও জুয়ার আসর। তাই SDO এবং সুপারের অনুরোধে হাসপাতাল থেকে অযাচিত গাড়িগুলি বের করে দেওয়া হয়, এবং লুকিং গ্লাস খুলে নেওয়া হয়। ভাঙচুর চালানো হয়নি।

আরও পড়ুন  রাষ্ট্রপতি নির্বাচনের পরেও সদর্থক সাড়া না মিললে পাহাড় নিয়ে নতুন করে ভাববে মোর্চা

English Title: 
police broke eight ambulance in ghatal hospital
News Source: 
Home Title: 

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে থাকা ৮টি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালিয়েছে পুলিস

ঘাটাল মহকুমা হাসপাতাল চত্বরে থাকা ৮টি অ্যাম্বুল্যান্সে ভাঙচুর চালিয়েছে পুলিস
Yes
Is Blog?: 
No
Section: