দিলীপ ঘোষকে নিগ্রহের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস

Updated By: Oct 6, 2017, 08:57 AM IST
দিলীপ ঘোষকে নিগ্রহের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস

ওয়েব ডেস্ক: দিলীপ ঘোষকে নিগ্রহের ঘটনায় দুজনকে গ্রেফতার করল পুলিস। ধৃত চন্দন থাপা এবং সন্টাই গুরুং যুব মোর্চার সক্রিয় সদস্য বলেই দাবি পুলিসের। রাতভর তল্লাসি চালিয়ে লেবং রেসকোর্স রোড এবং দার্জিলিং রোড থেকে তাদের গ্রেফতার করা হয়েছে। আজ ধৃত চন্দন থাপা এবং সন্টাই গুরুংকে আদালতে পেশ করা হবে বলে জানা গিয়েছে।

দিলীপ নিগ্রহে দায়ী বিজেপিই, সাংবাদিক বৈঠকে বললেন পার্থ

এদিকে গতকালের হামলার পর আজ ফের স্বাভাবিক ছন্দে ফিরেছেন বিজেপি রাজ্য সভাপতি। সঙ্গীদের নিয়ে মহাকাল মন্দিরে পুজো দিলেন তিনি। হাঁটলেন শহরের বিভিন্ন প্রান্তে। সঙ্গে হাল্কা শরীর চর্চা। বহাল থাকছে যাবতীয় কর্মসূচিও।

দার্জিলিংয়ে প্রকাশ্যে নিগৃহীত দিলীপ ঘোষ, আশ্রয় নিলেন থানায়

.