আর বৃষ্টি যেন না হয়, আর্তি বাঁকুড়ার

Updated By: Jul 26, 2017, 09:32 AM IST
আর বৃষ্টি যেন না হয়, আর্তি বাঁকুড়ার

ওয়েব ডেস্ক: আর বৃষ্টি না হওয়ায় বাঁকুড়ার সতীঘাট এলাকা থেকে জল নেমে গেছে। সতীঘাট সেতুও জলমুক্ত। তবে, সেতুতে ওঠার রাস্তা ভেঙে যাওয়ায় যান চলাচল বন্ধ রয়েছে। সর্বত্রই ছড়িয়ে রয়েছে ধ্বংসের চিহ্ন। তবে, বিভিন্ন গ্রামে এখনও রয়েছে গন্ধেশ্বরীর জল। আর বৃষ্টি যেন না হয়, এই আশাতেই এখন আকাশের দিকে তাকিয়ে জেলাবাসী।

অন্য দিকে, ভারী বৃষ্টিতে কালনায় সব্জি চাষে ব্যাপক ক্ষতির আশঙ্কা। চাষীদের মাথায় হাত। বিঘের পর বিঘে জমিতে নষ্ট হয়ে গেছে ঝিঙে-পটল। কালনার কল্যাণপুর, পূর্ব সাতগাছিয়া, বাঘনাপাড়া এলাকায় কয়েক হাজার চাষী ক্ষতির মুখে। গত বছর ফলন ভাল হলেও চাষীরা বাজারে দাম পাননি। এ বার ফলন মার খাওয়ায় ফের ক্ষতির আশঙ্কা। (আরও পড়ুন- সরে গেছে নিম্নচাপ, আবহাওয়ার উন্নতির পূর্বাভাস আলিপুরের)

.