Plastic Rice: আগুনে দিতেই হু হু করে গলে যাচ্ছে রেশনে পাওয়া চাল! তোলপাড় বনগাঁর মনিগ্রাম

ঘটনার কটাক্ষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন, ২০১১ সাল থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস রচনা হয়েছে। শুধু প্লাস্টিক চাল কেন প্লাস্টিক ডিম প্লাস্টিক ডাল পাওয়া যাচ্ছে

Updated By: Nov 26, 2022, 07:07 PM IST
Plastic Rice: আগুনে দিতেই হু হু করে গলে যাচ্ছে রেশনে পাওয়া চাল! তোলপাড় বনগাঁর মনিগ্রাম

মনোজ মণ্ডল: রেশন দোকানের চালের মধ্যে মিশিয়ে দেওয়া হয়েছে প্লাস্টিকের চাল। এমন এক অভিযোগে প্রবল হইচই বনগাঁর ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের মনিগ্রাম এলাকায় মধুসূদন রায়ের রেশন দোকানে। গ্রাহকদের অভিযোগ, শনিবার রেশন নিতে এলে রেশন থেকে যে চাল তাদের দেওয়া হয় সেই চালে এর মধ্যে সাদা সাদা এক ধরনের চাল তারা দেখতে পান। দেখেই সন্দেহ হয় তাদের। স্থানীয়রা বলছেন তারা টিভির পর্দায় দেখেছেন প্লাস্টিকের চালের খবর। তাদের এই চাল দেখেও সন্দেহ হয়। এটি সেই প্লাস্টিকের চাল নয় তো? তারা ওই সাদা রংয়ের চাল গুলি আগুন দিয়ে পুড়িয়ে দেখেন প্লাস্টিকের মতন গলে গলে পড়ছে। বিষয়টি নিয়ে রেশন ডিলারের কাছে অভিযোগ করেন গ্রাহকরা।

আরও পড়ুন-জ্যোতিবাবুর আমল হলে এসব সুযোগ ওরা পেত না, সিএএ নিয়ে শুভেন্দুকে পাল্টা তোপ সুজনের

রেশন ডিলার কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা গেছে বনগাঁ মার্কেটিং থেকে তারা এই চাল নিয়ে এসেছেন। তাই এনিয়ে তাদের কোনও ধারণা নেই। এনিয়ে রেশন ডিলার মধুসূদন রায় বলেন "গ্রাহকরা এরকম অভিযোগ করেছে। আমরা মার্কেটিং থেকে যা চাল পেয়েছি সেই চালই সাধারণ গ্রাহকের দেওয়া হয়েছে"।

ধর্মপুকুরিয়া গ্রাম পঞ্চায়েতের উপ প্রধান শুকদেব শিকারি জানিয়েছেন "গ্রাহকদের অভিযোগ সত্যি হলে সংশ্লিষ্ট বিষয়টা আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাব এবং উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করা হবে"।

রেশনের চালের মধ্যে প্লাস্টিকের চাল পাওয়ার অভিযোগ নিয়ে কটাক্ষ করতে ছাড়েনি বিজেপি। এই ঘটনার কটাক্ষ করে বনগাঁ সাংগঠনিক জেলা বিজেপি সাধারণ সম্পাদক দেবদাস মন্ডল বলেন "২০১১ সাল থেকে এ পর্যন্ত পশ্চিমবঙ্গের ইতিহাস রচনা হয়েছে। শুধু প্লাস্টিক চাল কেন প্লাস্টিক ডিম প্লাস্টিক ডাল পাওয়া যাচ্ছে। এই সরকারের কাছ থেকে আর ভালো কিছু আশা করা যায় না"।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.