Paschim Medinipur: জমি নিয়ে বিবাদ! গলার নলি কেটে খুন...
Paschim Medinipur: জমি সংক্রান্ত বিবাদ, তার জেরেই গলার নলি কেটে খুন! চাঞ্চল্যকর ঘটনা ঘটল শনিবার রাতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম উমা শংকর মাহাতো (৪৭)। তাঁর বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল।পুলিস সূত্রে জানা যায়, উমাশঙ্কর পেশাই একজন জমি ব্যবসায়ী।
ই. গোপি: জমি সংক্রান্ত বিবাদ, তার জেরেই গলার নলি কেটে খুন! চাঞ্চল্যকর ঘটনা ঘটল শনিবার রাতে। ঘটনাটি ঘটেছে পশ্চিম মেদিনীপুর (Paschim Medinipur) জেলার কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায়। মৃত ওই ব্যক্তির নাম উমা শংকর মাহাতো (৪৭)। তাঁর বাড়ি কলাইকুন্ডার কোরিয়াশোল।পুলিস সূত্রে জানা যায়, উমাশঙ্কর পেশাই একজন জমি ব্যবসায়ী। খড়গপুর লোকাল থানার অন্তর্গত কলাইকুন্ডার পড়াডিহা বাজার এলাকায় শুক্রবার থেকে চলছিল রাসউৎসব। এবং সেই রাস উৎসব কমিটির সভাপতিও ছিলেন মৃত উমাশঙ্কর। অভিযোগ, গতকাল রাতে মেলা চলাকালীন উমাশঙ্কর নিজের দোকানে বসে ছিলেন।
আরও পড়ুন: Malbazar: ভয়ংকর! শান্তিতে ধান কাটতে-কাটতে কৃষকেরা দেখলেন জমিতে এক বিশাল অজগর...
সেই সময় হঠাৎই তিন দুষ্কৃতী দোকানে এসে উপস্থিত হয়। তারপর ধারালো অস্ত্র দিয়ে উমাশঙ্করের গলার নলি কেটে মৃতদেহটি রেখে পালিয়ে যায়। এলাকা জুড়ে ছড়ায় উত্তেজনা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় খড়গপুর লোকাল থানার পুলিস। সেখান থেকে ওই ব্যক্তির রক্তাক্ত দেহ উদ্ধার করে খড়গপুর মহকুমা হাসপাতালে নিয়ে আসা হলে চিকিৎসকেরা তাকে মৃত বলে ঘোষণা করে। ঘটনার পর এলাকা থেকে পালিয়ে যায় তিন অভিযুক্ত। এলাকা জুড়ে তল্লাশি চালাচ্ছে পুলিস। প্রাথমিক অনুমান জমি সংক্রান্ত বিবাদের জেরেই ওই ব্যক্তিকে ধারালো অস্ত্র দিয়ে গলার নলী কেটে খুন করা হয়েছে। এছাড়াও আর কোন কারণ রয়েছে কিনা সেটাও খতিয়ে দেখছে পুলিস।
আরও পড়ুন: Tab Scam: কমপক্ষে ৮ পড়ুয়ার ট্যাবের টাকা গায়েব করেছেন, দিনহাটায় গ্রেফতার প্রাইমারি শিক্ষক
পরিবারের অভিযোগ, তাদেরই পরিবারের সদস্য রাজু মাহাতো-মঙ্গল মাহাতোর সঙ্গে দীর্ঘদিন ধরে জমি সংক্রান্ত বিবাদ চলছিল। গতকাল শনিবার রাতে রাজু মাহাতো, মঙ্গল মাহাতো সহ আরো একজন পরিকল্পিতভাবে ধারালো অস্ত্র দিয়ে খুন করে পালিয়ে যায়। এই ঘটনায় তিনজনের বিরুদ্ধে মৃতের পরিবারের সদস্যরা খড়গপুর লোকাল থানায় অভিযোগ দায়ের করেছে। অভিযোগের পরিপ্রেক্ষিতে পুলিস ঘটনার তদন্ত শুরু করেছে।
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)