মেঘ সরিয়ে উঠল রোদ, আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই
আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে
অয়ন ঘোষাল: গত কয়েকদিন ধরেই বৃষ্টিতে জেরবার হয়েছে কলকাতা-সহ দক্ষিণবঙ্গ। তবে আবহাওয়া দফতরের পূর্বাভাস ছিল কালীপুজোর দিন থেকে হাসি ফুটবে আকাশের মুখে। সেটাই হয়েছে। রবিবার সকাল থেকেই কলকাতার আকাশ সাফ। উঠেছে ঝলমলে রোদ।
আরও পড়ুন-শক্তি আর সুফির বিরল সহবস্থান পুরুলিয়ার হিড়বড়াল গ্রামে
আবহাওয়া দফতরের পূর্বাভাস অনুযায়ী রবিবার দক্ষিণবঙ্গের কোথাও কোথাও রোদ, কোথাও আংশিক মেঘলা আকাশ থাকবে। তবে আগামী ৪৮ ঘণ্টায় বৃষ্টির কোনও সম্ভাবনা নেই রাজ্যে।
আরও পড়ুন-প্রতিমার বদলে শ্যামপুকুর বাটিতে পুজো হয় রামকৃষ্ণের, জেনে নিন ইতিহাস
গত কয়েকদিনের বৃষ্টির জেরে তাপমাত্রা কিছুটা কমায় সকালের দিকে শীত শীত ভাব থাকবে। বেলা বাড়লে কিছুটা আদ্রতাজনিত অস্বস্তি। আগামী কয়েকদিনে রাতের তাপমাত্রার খুব বেশি হেরফের হবে না। তবে দিনের তাপমাত্রা আগামী কয়েকদিনে কিছুটা বাড়বে। শীত শীত ভাব এলেও এখনই পাকাপাকিভাবে শীত আসেনি বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর।