পঙ্গপাল আতঙ্ক! দল বেঁধে হাজার হাজার পতঙ্গের হানা বাঁকুড়ায়
নিমেষে কাঁচা শালপাতা খেয়ে ফেলছে সেই পতঙ্গগুলি।
নিজস্ব প্রতিবেদন : বিশ্বজুড়ে করোনা আতঙ্কের মাঝেই উত্তর ও পশ্চিম ভারতে হানা দিয়েছে পঙ্গপালের দল। কোটি কোটি পঙ্গপালের দল প্রতিদিন খেয়ে ফেলছে টন টন খাদ্যশষ্য। এবার কি সেই পঙ্গপালের দল হানা দিল এরাজ্যেও? বাঁকুড়ার শাল জঙ্গলের ছবি সামনে আসতেই দানা বেঁধেছে আতঙ্ক।
গত ২ দিন ধরে কয়েক হাজার পঙ্গপাল সদৃশ পতঙ্গ হানা দিয়েছে বাঁকুড়ার শাল জঙ্গলে। আর তাতেই দানা আশঙ্কায় প্রমাদ গুনছেন স্থানীয়রা। ঘটনার সূত্রপাত রবিবার বিকালে। বাঁকুড়ার রাধানগর লাগোয়া লখেশোল শালবাগান এলাকার বাসিন্দারা দেখেন, স্থানীয় শাল জঙ্গলে হানা দিয়েছে একদল পঙ্গপাল সদৃশ পতঙ্গ। জঙ্গলে হানা দেওয়া সেই পতঙ্গগুলি সংখ্যায় প্রায় কয়েক হাজার। নিমেষে কাঁচা শালপাতা খেয়ে ফেলছে সেই পতঙ্গগুলি।
বিষয়টি নজরে আসতেই এলাকায় ছড়িয়ে পড়ে আতঙ্ক। যে এলাকায় এই পতঙ্গগুলি হানা দিয়েছে, সেই এলাকায় ভালো সবজি চাষ হয়। মাঠে এখনও রয়েছে ঝিঙে, লাউ, করলা, ঢ্যাঁড়স সহ বিভিন্ন সবজি। এমনিতেই লকডাউনে পরিবহনের অভাব ও আমফান ঝড়ের তাণ্ডবে ক্ষতির মুখে পড়েছেন স্থানীয় সবজি চাষিরা। তারউপর এখন পঙ্গপাল সদৃশ পতঙ্গের হানায় সব সবজি শেষ হওয়ার আশঙ্কা করছেন এলাকার কৃষকরা।
জানা গিয়েছে, স্থানীয় সূত্রে খবর পেয়ে পঙ্গপাল সদৃশ ওই পতঙ্গের দলের গতিবিধির উপর ইতিমধ্যেই কড়া 'নজরদারি' চালাতে শুরু করেছে বন দফতর। বাঁকুড়া উত্তর বনবিভাগের ডিএফও জে ভি ভাস্কর অবশ্য আশ্বস্ত করে বলছেন, "পতঙ্গগুলি পঙ্গপাল প্রজাতির হলেও উত্তর ও পশ্চিম ভারতে হানা দেওয়া পঙ্গপালের সাথে এদের সম্পর্ক নেই। প্রাথমিকভাবে ধারণা এগুলি স্থানীয়ভাবে বসবাস করে।"
আরও পড়ুন, মহারাষ্ট্র থেকে ফিরে ঘুরছিলেন এলাকায়, প্রতিবাদ করায় প্রতিবেশীকে খুন পরিযায়ী শ্রমিকের