অমিত শাহের সভায় পন্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ
একুশই টার্গেট অমিত শাহের। বিহারের ভোটের আবহেই রাজ্যের সংগঠন খতিয়ে দেখতে আসছেন অমিত শাহ।
নিজস্ব প্রতিবেদন: সোমবার বিকেলে পন্ডিত অজয় চক্রবর্তীর বাড়িতে হাজির বিজেপি নেতারা। বিজেপির সর্বভারতীয় সহ-সভাপতি মুকুল রায়, কেন্দ্রীয় নেতা কৈলাস বিজয়বর্গীয় এবং ব্যারাকপুরের সাংসদ অর্জুন সিং এদিন অজয়বাবুর বাড়িতে যান। তিন বিজেপি নেতা হঠাৎ করে পদ্মভূষণ অজয় চক্রবর্তীর বাড়িতে কেন গেলেন? কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রীর পশ্চিমবঙ্গ সফরের আগে জল্পনা তৈরি হয়েছে।
কৈলাস, মুকুল, অর্জুন সিং গিয়ে এদিন পন্ডিত অজয় চক্রবর্তীকে আমন্ত্রণ জানান। এর আগে মোহন ভাগবতও অজয় চক্রবর্তীর বাড়ি গিয়েছিলেন । বিজেপি সূত্রে জানা গিয়েছে, অমিত শাহের সভায় আরও বিশিষ্ট জনকে আমন্ত্রণ জানানো হবে আলাদা করে এঁদের সঙ্গে কথা বলবেন তিনি।
একুশই টার্গেট অমিত শাহের। বিহারের ভোটের আবহেই রাজ্যের সংগঠন খতিয়ে দেখতে আসছেন অমিত শাহ। নভেম্বরের শুরুতেই সাংগঠনিক বৈঠক করার কথা তাঁর। আগামী ৫ ও ৬ নভেম্বর তাঁর বৈঠক রয়েছে। তবে দলীয় বৈঠক হবে। কোনও জনসভা করবেন না শাহ বলে জানা গিয়েছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ সেই সময় দলীয় কর্মসূচির বাইরেও রাজ্যের বিশেষ কিছু ব্যক্তিত্বের সঙ্গে দেখা করবেন বলে জানা গিয়েছে।
আরও পড়ুন - রাজ্যের ৭ জেলার জেলাশাসক বদল করল রাজ্য সরকার