Panchayat Election 2023: মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বড়শুলে, ইটবৃষ্টিতে মাথা ফাটল ওসির

সিপিএমের অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অনেক আগে থেকেই বড়শুল মোড়ের কাছে একটি গ্যারেজে জমায়েত করে। তারা যখন প্রার্থী সহ প্রস্তাবকদের নিয়ে বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন তখন তাদের পথ আটকায় তৃণমূল।

Updated By: Jun 12, 2023, 06:03 PM IST
Panchayat Election 2023: মনোনয়ন জমা ঘিরে ধুন্ধুমার কাণ্ড বড়শুলে, ইটবৃষ্টিতে মাথা ফাটল ওসির

অরূপ লাহা: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে ধুন্ধুমার কাণ্ড পূর্ব বর্ধমানের বড়শুলে। দফায় দফায় শাসক বিরোধী সংঘর্ষে মাথা ফাটল শক্তিগড় থানার ওসি দীপক সরকারের। সিপিএম-তৃণমূল ইটবৃষ্টিতে জখম আরও ৩ জন পুলিসকর্মী। সব মিলিয়ে বর্ধমানের বড়শুলে ব্যাপক উত্তেজনা।

মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে এদিন সিপিএম তৃণমূল সংঘর্ষ বাধে। চলে ইট বৃষ্টি। যখন সিপিএম প্রার্থীরা তাদের কর্মী সমর্থকদের নিয়ে বর্ধমানের ২ নম্বর বিডিও অফিসে যাচ্ছিলেন তখন জাতীয় সড়কের ধারে বড়শুল মোড়ে তাদের পথ আটকায় তৃণমূল। অভিযোগ তেমনই। এই নিয়ে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। শুরু হয় ইট বৃষ্টি। সিপিএমের একজন প্রার্থী সহ বেশ কয়েকজন কর্মী জখম হয় ইট বৃষ্টিতে। সোমবার সকাল ১১টা নাগাদ সিপিএম কর্মী সমর্থকরা প্রার্থীদের নিয়ে বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে মনোনয়ন দাখিল করতে যাচ্ছিলেন। ওই সময় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা তাদের পথ আটকায় বলে অভিযোগ। 

সিপিএমের অভিযোগ, স্থানীয় তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা অনেক আগে থেকেই বড়শুল মোড়ের কাছে একটি গ্যারেজে জমায়েত করে। তারা যখন প্রার্থী সহ প্রস্তাবকদের নিয়ে বিডিও অফিসের দিকে যাচ্ছিলেন তখন তাদের পথ আটকায় তৃণমূল। জাতীয় সড়ক থেকে বড়শুল মোড়ে যাওয়ার সময় তাদের গাড়ির সামনে একটি ট্রাক্টর দাঁড় করিয়ে রাস্তা অবরুদ্ধ করা হয়। এরপরই দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়। এর কিচ্ছুক্ষণ পরেই তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা জমায়েত থেকে ইট বৃষ্টি শুরু করে সিপিএম প্রার্থীদের গাড়ি লক্ষ্য করে। পুলিস গিয়ে পরিস্থিতির সামাল দেয়। এই অবস্থায় জমায়েত হওয়া তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা গ্যারাজ থেকে পালিয়ে যায়। ওই সুযোগে সিপিএম কর্মী সমর্থকরা তৃণমূল কর্মীদের বাইকে হামলা চালায়। বেশ কয়েকটি গাড়িও ভাঙচুর করা হয়।

এরপর দ্বিতীয় দফায় বেশ বিবদমান দুই পক্ষের মধ্যে ফের সংঘর্ষ বাঁধে। লাঠিসোঁটা নিয়ে দুই পক্ষই একে অপরের দিকে তেড়ে যায় । পুলিস বাধা দিতে গেলে ইটের আঘাতে মাথা ফাটে শক্তিগড় থানার ওসি দীপক কুমার সরকারের। পাশাপাশি আরও তিনজন পুলিসকর্মী জখম হয়। ইটের আঘাতে জখম হন সিপিএম প্রার্থী রামপ্রসাদ রক্ষিত। জখম হন সিপিএম কর্মী প্রশান্ত মণ্ডলও। বেলা  ৩টের সময় জেলার অতিরিক্ত পুলিস সুপার কল্যাণ সিংহরায়ের নেতৃত্বে বিশাল পুলিস বাহিনী ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতির সামাল দেয়। বড়শুল মোড়ে জমায়েত হওয়া তৃণমূল কর্মী সমর্থকদের পুলিস লাঠি উঁচিয়ে তাড়া করে এলাকা ফাঁকা করে। কয়েকজন তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থককে পুলিস আটকও করে। 

এরপর সিপিএম প্রার্থীদের অতিরিক্ত পুলিশ সুপার কল্যাণ সিংহরায় বলেন, আজকে আর সময় নেই মনোনয়ন জমা দেওয়ার। তাই আজ ফিরে যান। আগামীকাল অর্থাৎ মঙ্গলবার আপনারা আপনাদের মনোনয়ন দাখিল করবেন। প্রথমে রাজি না হলেও পরে তারা পুলিসের কথায় ফিরে যায়। এঘটনায় রাজ্য তৃণমূল কংগ্রেসের মুখপাত্র প্রসেনজিৎ দাস দাবি করেন, সিপিএম মনোনয়ন জমা দিতে যাওয়ার সময় উত্তেজিত হয়ে তৃণমূল কর্মী সমর্থকদের লক্ষ্য করে ইট ছোঁড়ে। তাদের মোটরবাইকে ভাঙচুরও চালানো হয়। তৃণমূল কোথাও হামলা চালায়নি। ওদিকে সিপিএম নেতা জহর সরকার তোপ দাগেন, পুলিস নিষ্ক্রিয় ছিল। তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা লাঠি রড নিয়ে আমাদের বাধা দেয়। ইট ছোড়ে। আমাদের বেশ কয়েকজন কর্মী জখম হন।

আরও পড়ুন, Panchayat Election 2023: তৃণমূলের টিকিটের দাম লাখ টাকা! দল ছাড়লেন প্রধান-উপপ্রধান...

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.