Panchayat Election 2023: মনোনয়নে অশান্তি বড়শুলে, ক্ষমাপ্রার্থী অনুতপ্ত বিধায়ক

অন্যদিকে বিধায়ক বলেন, ‘এদিন খুব শান্তিপূর্ণ ভাবেই সব দলই তাদের মনোনয়ন জমা করছেন। কোনও ঝামেলা বা অশান্তি নেই। আমি নিজে বিরোধী প্রার্থীদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি। সবাই বলেছে সব কিছু ঠিক ভাবেই চলছে’।

Updated By: Jun 13, 2023, 03:32 PM IST
Panchayat Election 2023: মনোনয়নে অশান্তি বড়শুলে, ক্ষমাপ্রার্থী অনুতপ্ত বিধায়ক
নিজস্ব চিত্র

অরূপ লাহা: মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে অশান্তির জন্য অনুতপ্ত ও ক্ষমাপ্রার্থী বিধায়ক। মঙ্গলবার বর্ধমান ২ নম্বর বিডিও অফিসে বর্ধমান উত্তর বিধানসভার বিধায়ক নিশীথ মালিক উপস্থিত ছিলেন। তিনি বলেন, ‘গতকাল  যা হয়েছে তা হওয়া উচিত হয় নি। পুলিস সক্রিয় হলে হয়তো এই ঝামেলা বা অশান্তি আটকানো যেত’। পাশাপাশি তিনি বলেন, ‘গতকাল সংঘর্ষের ঘটনায় পুলিস আমাদের দলের ৯ জন কর্মীকে গ্রেফতার করেছে। আমাদের দলের কর্মীদের ২৫ টি বাইকে ভাঙচুর চালানো হয় সিপিএমের পক্ষ থেকে। আমি গতকাল নিজে উপস্থিত ছিলাম না। আমি থাকলে অশান্তি হতে দিতাম না’।

অন্যদিকে বিধায়ক বলেন, ‘এদিন খুব শান্তিপূর্ণ ভাবেই সব দলই তাদের মনোনয়ন জমা করছেন। কোনও ঝামেলা বা অশান্তি নেই। আমি নিজে বিরোধী প্রার্থীদের কাছে গিয়ে জিজ্ঞেস করেছি। সবাই বলেছে সব কিছু ঠিক ভাবেই চলছে’।

প্রায় একই কথা বলেন সিপিএম নেতা সাগর মল্লিক। তিনি বলেন, ‘গতকাল আমাদের যে ভাবে আটকানো হয়, মারধর করা হয় তাতে আমাদের মনোবল কমে নি বরং বেড়েছে। তবে বিধায়ক এদিন বিডিও অফিস কেন উপস্থিত আছেন তা বুঝতে পারছি না’।

আরও পড়ুন: Panchayat Election 2023: মনোনয়ন ঘিরে অগ্নিগর্ভ ভাঙড়, গাড়ির ড্যাশবোর্ডে উদ্ধার বোমা

তবে বিধায়ক নিশীথ কুমার মালিক ও সিপিএম নেতা সাগর মল্লিককে বিডিও অফিসে এদিন দেখা গেল সৌজন্যে বিনিময় করতে। সিপিএম নেতা সাগর মল্লিককে বিধায়ক বলেন, ‘গতকাল যা হয়েছে তাতে আমি অনুতপ্ত, ক্ষমা চেয়ে নিচ্ছি। সিপিএম নেতাও এই ঘটনায় খুব খুশি বলে জানান’।

মঙ্গলবার পূর্ব বর্ধমানের বড়শুলে শান্তিপূর্ণ ভাবেই মনোনয়ন জমার কাজ চলছে। সোমবার মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে বড়শুল মোড়ে সিপিএম ও তৃণমূল কংগ্রেসের মধ্যে চরম বিবাদ বাঁধে।

দু'পক্ষই ইট পাটকেল ছোড়ে। দফায় দফায় ১৯ নম্বর জাতীয় সড়কের ধারে বড়শুল মোড়ে বিবদমান দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। পুলিস বাধা দিতে গেলে শক্তিগড় থানার ওসি দীপক সরকার সহ বেশ কয়েকজন পুলিস কর্মী ইটের আঘাতে জখম হয়। শেষ পর্যন্ত সিপিএম প্রার্থীরা মনোনয়ন জমা না করেই ফিরে যান।

আরও পড়ুন: Panchayat Election 2023: তৃণমূলকে হারাতে মরিয়া বিরোধী; মনোনয়ন জমা বাম, কংগ্রেস-বিজেপি জোট প্রার্থীর

এদিন অবশ্য সিপিএম ও বিজেপি প্রার্থীরা মনোনয়ন জমা করছেন বিনা বাধায়। পুলিস মোতায়েন করা হয়েছে একবারে বড়শুল মোড় থেকে বিডিও অফিস পর্যন্ত তিন কিলোমিটার রাস্তায়। বিডিও অফিসের ঢোকার মুখে পুলিসের পক্ষ থেকে চেকিং করে তবেই ঢোকানো হচ্ছে। ১৪৪ ধারা জারি থাকায় এক সঙ্গে দল বেঁধে মনোনয়ন জমা দিতে যাওয়া হচ্ছে না প্রার্থীদের।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.