সজনেখালিতে বাঘের হানায় মৃত্য়ু হল ১ব্যক্তির

উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সামশেরনগর এলাকার বাসিন্দা আরসেদ গাজি-সহ ৯জন গত ৭এপ্রিল সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যান।

Updated By: Apr 13, 2019, 08:14 AM IST
সজনেখালিতে বাঘের হানায় মৃত্য়ু হল ১ব্যক্তির

নিজস্ব প্রতিবেদন: জঙ্গলে মধু সংগ্রহ করতে গিয়ে সজনেখালিতে বাঘের আক্রমণে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার গোসাবা ব্লকের পঞ্চমুখানি জঙ্গল এলাকায়। মৃতের নাম আরসেদ গাজি(৫৯)।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,  উত্তর ২৪ পরগনার হিঙ্গলগঞ্জের সামশেরনগর এলাকার বাসিন্দা আরসেদ গাজি-সহ ৯জন গত ৭এপ্রিল সুন্দরবনের জঙ্গলে মধু সংগ্রহ করতে যান। বেশ কয়েকদিন ধরে এই দলটি মধু সংগ্রহ করছিল জঙ্গলে।
শুক্রবার দুপুরে সজনেখালি রেঞ্জের পঞ্চমুখানি জঙ্গলে দুপুরে আরসেদ গাজি মধু সংগ্রহ করছিলেন। সেই সময় হঠাৎই জঙ্গলের মধ্যে একটি বাঘ তাঁর ওপর লাফিয়ে পড়ে। বাকিরা দেখতে পেয়ে লাঠি নিয়ে ঝাঁপিয়ে পড়ে বাঘের উপর।

বাবুল সুপ্রিয়র উপস্থিতিতেই তৃণমূল নেতাকে বেধড়ক মারধর! তোলপাড় বারাবনি
প্রায় ৩০ মিনিট ধরে চলে বাঘের সঙ্গে লড়াই। অবশেষে বাঘটি জঙ্গলে ঢুকে যায়। 
তবে বাঘের থাবার মারাত্মকভাবে জখম হন আরসাদ। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। খবর পেয়ে ঘটনাস্থলে যান বনকর্মী ও সুন্দরবন কোষ্টাল থানার পুলিশ। পুলিশ দেহটি উদ্ধার করে। সুন্দরবন ব্যাঘ্র প্রকল্প জানায়, চলতি বছরে ৬ এপ্রিল থেকে অনুমোদন দেওয়া শুরু হয়েছে মধু সংগ্রহের জন্য। তবে কীভাবে এমন ধরনের ঘটনা ঘটল সে বিষয়ে খতিয়ে দেখা হচ্ছে। 

.