তর্পণ করতে যাওয়ার পথেই দুর্ঘটনা, মৃত্যু বৃদ্ধার

বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির। তিনজনই স্কুটি থেকে ছিটকে পড়েন।  মাথায় গুরুতর চোট লাগে আভার

Updated By: Oct 8, 2018, 02:12 PM IST
তর্পণ করতে যাওয়ার পথেই দুর্ঘটনা, মৃত্যু বৃদ্ধার

 নিজস্ব প্রতিবেদন:  জামাই-মেয়ে রবিবার রাতেই বাড়ি চলে এসেছিলেন। কথা ছিল মহালয়ার ভোরেই মেয়ে জামাইয়ের সঙ্গে গঙ্গায় তর্পণ করতে যাবেন তিনি।  কিন্তু পথেই ঘটে গেল দুর্ঘটনা। স্কুটিতে মেয়ে জামাইয়ের সঙ্গে গঙ্গায় যেতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হল প্রৌঢ়ার। ঘটনাটি ঘটেছে কালনার ধাত্রীগাম রেল গেটে।

পুলিস ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সোমবার ভোরে কালনার সিমলনের বাসিন্দা আভা রেজ নামে ওই ব্যক্তি তাঁর মেয়ে ও জামাইয়ের সঙ্গে স্কুটিতে চেপে মালতীপুর গঙ্গাঘাটে যাচ্ছিলেন।  স্কুটির গতিবেগ স্বাভাবিকের তুলনায় বেশি ছিল বলে দাবি প্রত্যক্ষদর্শীদের। কালনার ধাত্রীগ্রাম রেলগেটের কাছে উল্টোদিক থেকে আসা একটি বাস চলে এলে, নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন আভার জামাই।

আরও পড়ুন: বন্ধুকে পালিয়ে গিয়ে বিয়ে করতে সাহায্য, প্রহৃত যুবক

বাসটির সঙ্গে মুখোমুখি ধাক্কা লাগে স্কুটির। তিনজনই স্কুটি থেকে ছিটকে পড়েন।  মাথায় গুরুতর চোট লাগে আভার। মেয়ে-জামাইও মারাত্মক আহত হন। স্থানীয়রাই তাঁদের উদ্ধার করে কালনা মহকুমা হাসপাতালে নিয়ে যান। সেখানেই মৃত্যু হয় আভার। মৃতার মেয়ে ও জামাই এখনও হাসপাতালে চিকিত্সাধীন।

আরও পড়ুন:  পাড়ার পুজোর প্যান্ডেলের ভিতর চোখ যেতেই জ্ঞান হারালেন স্থানীয় বাসিন্দারা! ভয়ঙ্কর দৃশ্য

 দুর্ঘটনায় জেরে সকালে বেশ কিছুক্ষণের জন্য যানজট তৈরি হয় কালনা-বর্ধমান রোডে। পরে পুলিস গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

এদিকে, মহালয়ার ভোরে তর্পণ করতে গিয়ে হুগলিতে গঙ্গায় তলিয়ে গেলেন ২ ব্যক্তি।

 

.