ঝড়ে টিকিয়াপাড়ায় ছিঁড়ল তার, হাওড়ায় পূর্ব রেলের ট্রেন চলাচল ব্যহত
এদিনের ঝড়ে আলিপুর-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় গাছের ডাল পড়ে যাতায়াত ব্যহত হয়। তবে দ্রুত গাছগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ট্রাফিক পুলিস।
Updated By: Apr 9, 2019, 07:52 PM IST
নিজস্ব প্রতিবেদন: কালবৈশাখীতে ওভারহেড তার ছিঁড়ে ব্যহত পূর্ব রেলের ট্রেন চলাচল। মঙ্গলবার সন্ধে ৭টা নাগাদ কলকাতায় আঘাত হানে কালবৈশাখী। বেশ কিছুক্ষণ চলে ঝড়বৃষ্টি। সেই ঝড়েই টিকিয়াপাড়ায় ছিঁড়ে পড়ে ডাউন লাইনের তার। ফলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। আপ ও মিডিল লাইন দিয়ে ট্রেন চালিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করছে রেল কর্তৃপক্ষ।
এদিনের ঝড়ে আলিপুর-সহ কলকাতার বেশ কয়েকটি জায়গায় গাছের ডাল পড়ে যাতায়াত ব্যহত হয়। তবে দ্রুত গাছগুলি সরিয়ে যান চলাচল স্বাভাবিক করে ট্রাফিক পুলিস।
Tags: