বানভসি উত্তরবঙ্গ, বাতিল একাধিক ট্রেন

Updated By: Aug 14, 2017, 08:28 AM IST
বানভসি উত্তরবঙ্গ, বাতিল একাধিক ট্রেন

ওয়েব ডেস্ক: বানভসি উত্তরবঙ্গ। এবার সড়ক যোগাযোগও বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা। উত্তর দিনাজপুরের ৩৪ নম্বর জাতীয় সড়কের ওপর দিয়ে বইছে জল। ভাঙাবাড়ি এলাকায় সড়কের বেশ কিছুটা অংশ জলের তলায়। ভারী গাড়ি চলাচল বন্ধ রেখেছে প্রশাসন।

অন্য দিকে, দক্ষিণ দিনাজপুরে বন্যা পরিস্থিতির অবনতি হয়েছে। জেলার কুশমণ্ডির মালিগাঁও, গঙ্গারামপুরের শুকদেবপুর, কাঁটাতোর, কুমারগঞ্জের সোমজিয়া নতুন করে বানভাসি হয়েছে। বালুরঘাট শহরের ২২ নম্বর ওয়ার্ডের জমা জলের স্তর আরও বেড়েছে। তবে এখনও অটুট রয়েছে বাঁধ। আঁখিরা পাড়া গ্রামে বাসিন্দাদের আশ্রয় শিবিরে আনা হয়েছে।

এদিকে, কিষাণগঞ্জ ডুবে যাওয়ায় রেলবিচ্ছিন্ন উত্তরবঙ্গ এবং উত্তর পূর্বাঞ্চল। আজও বেশ কয়েকটি ট্রেন বাতিল করেছে পূর্ব রেল। বাতিল করা হয়েছে হাওড়া-গুয়াহাটিগামী সরাইঘাট এক্সপ্রেস, শিয়ালদহ-নিউ কোচবিহার তিস্তা-তোর্সা এক্সপ্রেস, হাওড়া ডিব্রুগড় কামরূপ এক্সপ্রেস। কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস বাতিল করা হয়েছে।

.