লাগাতার বনধে পাহাড়ে বাড়ছে ক্ষোভ, পরিস্থিতি সামাল দিতে ব্যাঙ্কিং সেক্টরকে ছাড়ের পরিকল্পনা মোর্চার!
লাগাতার বনধ চলছে। ক্ষোভ বাড়ছে পাহাড়বাসীর মনে। পরিস্থিতি সামাল দিতে এবার ব্যাঙ্কিং সেক্টরে ছাড় দিতে চায় মোর্চা। কাল গোর্খাল্যান্ড মুভমেন্ট কো অর্ডিনেশন কমিটির ডাকে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকেই অন্তত এক সপ্তাহের জন্য ব্যাঙ্ককে বনধের আওতা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব দেবেন মোর্চা নেতারা। পাশাপাশি, পাহাড়ের হিংসার দায়ও পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে মোর্চা নেতৃত্ব। বিধায়ক অমর রাইয়ের বক্তব্য, তাঁরা গণতান্ত্রিক পথেই আন্দোলন করছেন। কিন্তু, তাতে ফল না মেলায় ধৈর্য হারিয়ে আম জনতাই হিংসার পথে হাঁটছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী পাহাড় পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে আশ্বাস মিলেছে দাবি মোর্চা নেতৃত্বের। আর পড়ুন- পাহাড়ে নতুন করে অশান্তি; পুলিস-মোর্চা সংঘর্ষে মৃত ১
ওয়েব ডেস্ক: লাগাতার বনধ চলছে। ক্ষোভ বাড়ছে পাহাড়বাসীর মনে। পরিস্থিতি সামাল দিতে এবার ব্যাঙ্কিং সেক্টরে ছাড় দিতে চায় মোর্চা। কাল গোর্খাল্যান্ড মুভমেন্ট কো অর্ডিনেশন কমিটির ডাকে সর্বদল বৈঠক। সূত্রের খবর, ওই বৈঠকেই অন্তত এক সপ্তাহের জন্য ব্যাঙ্ককে বনধের আওতা থেকে ছাড় দেওয়ার প্রস্তাব দেবেন মোর্চা নেতারা। পাশাপাশি, পাহাড়ের হিংসার দায়ও পুরোপুরি ঝেড়ে ফেলতে চাইছে মোর্চা নেতৃত্ব। বিধায়ক অমর রাইয়ের বক্তব্য, তাঁরা গণতান্ত্রিক পথেই আন্দোলন করছেন। কিন্তু, তাতে ফল না মেলায় ধৈর্য হারিয়ে আম জনতাই হিংসার পথে হাঁটছেন। অন্যদিকে, প্রধানমন্ত্রী পাহাড় পরিস্থিতি খতিয়ে দেখছেন বলে আশ্বাস মিলেছে দাবি মোর্চা নেতৃত্বের। আর পড়ুন- পাহাড়ে নতুন করে অশান্তি; পুলিস-মোর্চা সংঘর্ষে মৃত ১