ফুঁসছে তিস্তা, মালবাজার মহকুমার পরিস্থিতি আরও জটিল হল
এখনও বর্ষার প্রকোপ সেভাবে দেখাই যায়নি। হিসেব অনুযায়ী আস্ত বর্ষাকালটাই বাকি রয়েছে এখনও। কিন্তু এখনই ফুঁসছে তিস্তা। মালবাজার মহকুমার পরিস্থিতি আরও জটিল হল। আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।গজলডোবা থেকে আজ আরও ২ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
ওয়েব ডেস্ক: এখনও বর্ষার প্রকোপ সেভাবে দেখাই যায়নি। হিসেব অনুযায়ী আস্ত বর্ষাকালটাই বাকি রয়েছে এখনও। কিন্তু এখনই ফুঁসছে তিস্তা। মালবাজার মহকুমার পরিস্থিতি আরও জটিল হল। আবহাওয়া দফতর উত্তরবঙ্গে আজও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়ায় উদ্বেগ বেড়েছে প্রশাসনের।গজলডোবা থেকে আজ আরও ২ হাজার ৪০০ কিউসেক জল ছাড়া হয়েছে।
আরও পড়ুন পাহাড়ে আজও আগুন, ঋষিহাটে ফরেস্ট বিট অফিসে আগুন লাগিয়ে দেয় দুষ্কৃতীরা
জলমগ্ন হয়ে পড়েছে চাপাডাঙ্গা পঞ্চায়েত এলাকার বিস্তীর্ণ অঞ্চল। দক্ষিণ চ্যাংমারি, বাসুসুবা, দাসের মোড় সহ আরও বেশ কিছু এলাকা জল থই থই। সঙ্গে শুরু হয়েছে নদী ভাঙন। পরিস্থিতি জটিল হওয়ায় ঘর বাড়ি ছাড়ছেন বাসিন্দারা।আতঙ্ক, আরও বৃষ্টি হলে, পরিস্থিতি কী হবে!
আরও পড়ুন তৃণমূলের গোষ্ঠী কোন্দলে ফের উত্তপ্ত বাসন্তী, বোমাবাজি, গুলির লড়াই