লস্কর প্রধানের সঙ্গে দেখা করতেই পাকিস্তান পালানোর ছক ছিল, বাদুড়িয়ায় ধৃত মহিলা জঙ্গি তানিয়াকে জেরায় তথ্য

লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ ইন কমান্ডার হাফিজ মোহাম্মদ সইদের সঙ্গে দেখা করাই উদ্দেশ্য ছিল তানিয়া পারভিনের।।  হাফিজ এই মুহূর্তে পাকিস্তানে আছে।  

Reported By: সুকান্ত মুখোপাধ্যায় | Updated By: Jun 20, 2020, 04:46 PM IST
লস্কর প্রধানের সঙ্গে দেখা করতেই পাকিস্তান পালানোর ছক ছিল, বাদুড়িয়ায় ধৃত মহিলা জঙ্গি তানিয়াকে জেরায় তথ্য

নিজস্ব প্রতিবেদন: লস্কর জঙ্গি তানিয়া পারভিনকে হেফাজতে পাওয়ার পরই চাঞ্চল্যকর তথ্য হাতে এল এনআইএ-র। তাকে জেরা করে তদন্তকারীরা জানতে পেরেছেন, এ রাজ্যে সংগঠন বিস্তার করার পরে পাকিস্তান যাওয়ার পরিকল্পনা ছিল তার। পাকিস্তান পালিয়ে যাওয়ার জন্য সব রকম প্রস্তুতিও জোর কদমে শুরু করে দিয়েছিল তানিয়া।
লস্কর ই তৈবার প্রতিষ্ঠাতা সদস্য ও চিফ ইন কমান্ডার হাফিজ মোহাম্মদ সইদের সঙ্গে দেখা করাই উদ্দেশ্য ছিল তানিয়া পারভিনের।।  হাফিজ এই মুহূর্তে পাকিস্তানে আছে।  
এছাড়াও প্রথম দিকে লস্করের পাশে আইসিস-এর সঙ্গেও যোগাযোগ রাখছিল।  তবে গোয়েন্দারা জানিয়েছেন বেশিরভাগ ক্ষেত্রেই সহযোগিতা করছে না তানিয়া।
সোমবার ডেলিভারি! রাতে স্ত্রীর সঙ্গে 'নতুন অতিথি'র বিষয়ে গল্প করে সকালে প্রেমিকাকে খুন জয়ন্তর!
রাজ্য এসটিএফ-এর হেফাজতে থেকে দিন দুয়েক আগেই পারভিনকে নিজেদের হেফাজতে পেয়েছে এনআইএ।  ম্যারাথন জিজ্ঞাসাবাদে উঠে আসছে নতুন তথ্য।  26/11 হামলা থেকে শুরু করে একাধিক নাশকতামূলক কাজে জড়িত লস্কর-ই তৈবা চিফ হাফিজ ভারতে জেএমবি-এর সঙ্গে হাত মিলিয়ে কাজ করার পরিকল্পনা করছিলো পারভিন।

.