Siliguri: পুজোর আগে নতুন বাস পরিষেবা কলকাতা-শিলিগুড়ি রুটে! আছে পুজো পরিক্রমার সুব্যবস্থাও...
Siliguri: পুজোর আগের নতুন বাস পরিষেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। আপাতত দুটি এসি রকেট বাস পরিষেবা চালু হল কলকাতা ও শিলিগুড়ির পথে। অন্য দিকে, সিএনজি বাস পরিষেবা চলবে কোচবিহার ফালাকাটা এবং শিলিগুড়ি রুটে।
নারায়ণ সিংহরায়: পুজোর আগের নতুন বাস পরিষেবা শুরু করল উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ। আপাতত দুটি এসি রকেট বাস পরিষেবা চালু হল কলকাতা ও শিলিগুড়ির পথে। অন্য দিকে, সিএনজি বাস পরিষেবা চলবে কোচবিহার ফালাকাটা এবং শিলিগুড়ি রুটে। মঙ্গলবার বাসগুলির উদ্বোধন করেন উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায়। উপস্থিত ছিলেন শিলিগুড়ির মেয়র গৌতম দেব-সহ ডেপুটি মেয়ররঞ্জন সরকার।
শুধুমাত্র শিলিগুড়ি-কলকাতা রুটেই নয়, পুজোর একাধিক পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। পুজোর সময়ে বিমান ও রেলের ভাড়াকে মাথায় রেখে এসি ও নন এসি বাসের সংখ্যা বাড়ানো হয়েছে শিলিগুড়ি কলকাতা রুটে। অন্য দিকে, পাহাড়েও চলবে ছোট বাস। চতুর্থী ও পঞ্চমীতে পুজো পরিক্রমার জন্য বিশেষ উদ্যোগে চালানো হবে সরকারি বাস পরিষেবা।
এ বিষয়ে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, 'এসি রকেট পাঁচটি ও নন এসি আটটি বাস পরিষেবা চালু করা হবে। যার আনুষ্ঠানিকভাবে শুভ উদ্বোধন হল আজ। কোচবিহার ও শিলিগুড়ির মধ্যে সিএনজি বাস পরিষেবা পরীক্ষামূলকভাবে চালানো হবে। অন্যদিকে চতুর্থী ও পঞ্চমীর দিন পুজো পরিক্রমার জন্য বাস সার্ভিস চলবে৷ পুজোর সময় যেভাবে ভাড়া বৃদ্ধি হয় বিমান ও রেলের সেই অসুবিধের কথা মাথায় রেখেই আমাদের এই সিদ্ধান্ত। পর্যটকদের যাতে কোন অসুবিধে না হয় তার জন্য ছোট গাড়ি ছুটবে পাহাড়ের উদ্দেশ্যে।'
অন্য দিকে, পরিবহণের কর্মীদের জন্য বিশেষ সম্মানের ব্যবস্থা করেছে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতর। বাসের চালক, মেকানিক-সহ একাধিক পদে যাঁদের কাজের গুণগত মান ভালো তাঁদের পুরস্কারের পাশাপাশি শংসাপত্রও দেওয়া হবে উত্তরবঙ্গ রাষ্ট্রীয় পরিবহণ দফতরের থেকে। পার্থপ্রতিম রায় বলেন, 'ওঁরাই আমাদের সব। ওঁদের উপর নির্ভর করেই এই পরিষেবা চলবে। কাজেই ওঁদের একটু উৎসাহিত করা, যাতে কাজের গতি আরও বৃদ্ধি পায়।'
(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের App, Facebook, Whatsapp Channel, X (Twitter), Youtube, Instagram পেজ-চ্যানেল)