NEET 2022 Results: মহিষাদলে খুশির হাওয়া, সর্বভারতীয় NEET-এ নজরকাড়া ফল দেবাংকিতার

এবার নিট-এ বসেছিলেন ১৮.৭২ লাখ পরীক্ষার্থী। ওই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে কোয়ালিফাই করেছেন ৯,৯৩,০৬৯ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন রাজস্থানের তানিশকা

Updated By: Sep 8, 2022, 03:33 PM IST
NEET 2022 Results: মহিষাদলে খুশির হাওয়া, সর্বভারতীয় NEET-এ নজরকাড়া ফল দেবাংকিতার

কিরণ মান্না: সর্বভারতীয় নিট-এ ফলাফলে ২২তম স্থান দখল করে চমকে দিল মহিষাদলের দেবাংকিতা বেরা। বাংলায় দেবাংকিতার স্থান তৃতীয়। নজরকাড়া এই সাফল্যে খুশির হাওয়া তার স্কুলের শিক্ষক থেকে আত্মীয়সজনদের মধ্য়ে।  পরীক্ষায় ৭২০ নম্বরের মধ্য়ে দেবাংকিতা পেয়েছে ৭০৫ নম্বর। পঞ্চম থেকে দশম শ্রেণি পর্যন্ত মহিষাদলের গয়েশ্বরী উচ্চ বালিকা বিদ্যালয়ের ছাত্রী ছিল দেবাংকিতা। মাধ্যমিক পাশ করার পর সে ভর্তি হয় মহিষাদলের রাজ হাইস্কুলে।

আরও পড়ুন-ক্ষোভ-বিতর্ক পিছনে ফেলে নেতাজি ইন্ডোরের বৈঠকে উপস্থিত জহর সরকার 

২০২২ সালে উচ্চমাধ্যমিক পাশ করার পর খড়গপুরের একটি প্রতিষ্ঠানে নিট-এর প্রশিক্ষণ নেওয়া শুরু করে দেবাংকিতা। সেই প্রশিক্ষণেই মিলল সাফল্য। সঙ্গে অবশযই ছিল বাবা-মা-র নজর। দেবাংকিতার বাবা-মা দুজনেই শিক্ষক। বাবা চংরাচক জগদীশ স্মৃতি বিদ্যাপীঠের গণিতের শিক্ষক। মা মামুদপুর গোবিন্দ শিক্ষা নিকেতনে বাংলা পড়ান। এই সাফল্যে বাবা-মা-র অবদান অনস্বীকার্য বলে জানাল দেবাংকিতা।

এবার নিট-এ বসেছিলেন ১৮.৭২ লাখ পরীক্ষার্থী। ওই বিপুল সংখ্যক পরীক্ষার্থীদের মধ্যে কোয়ালিফাই করেছেন ৯,৯৩,০৬৯ জন। এদের মধ্যে প্রথম হয়েছেন রাজস্থানের তানিশকা। এবার নিট-এ ৭২০ নম্বরের মধ্যে ৭১৫ নম্বর পেয়েছেন মোট ৪ জন। তবে তাদের নম্বরের শতাংশের হারে পার্থক্য রয়েছে। সেই অনুযায়ী দ্বিতীয় স্থানে রয়েছেন আশিষ বাত্রা, তৃতীয় স্থানে নাগভূষণ গাঙ্গুলে এবং চতুর্থ স্থানে রুচা পাওয়াসে। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.