Narendrapur: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা যুবতীকে, বাঁচাতে এসে আক্রান্ত মা-ও! ভয়ংকর ঘটনা...

অভিযুক্ত বাপ্পা গুছাইত এলাকার অধিকাংশ মেয়েকে প্রায়-ই বিরক্ত করে ৷ যে মেয়েকে পছন্দ হয়, তাঁর কাছে তাঁর ফোন নাম্বার চায় ৷ ফোন নাম্বার না পেলে বিরক্ত করার পরিমাণ আরও বাড়ে ৷ 

Updated By: Dec 7, 2023, 11:45 AM IST
Narendrapur: বাড়িতে ঢুকে ধর্ষণের চেষ্টা যুবতীকে, বাঁচাতে এসে আক্রান্ত মা-ও! ভয়ংকর ঘটনা...

তথাগত চক্রবর্তী: বার বার কুপ্রস্তাব। তা অস্বীকার করে যুবতী। ফোন নাম্বার চায়, তাও দেয়নি যুবতী। আর প্রত্যাখ্যানের সেই আক্রোশেই বাড়িতে ঢুকে এক যুবতীকে ধর্ষণের চেষ্টা এক যুবকের ৷ মেয়েকে বাঁচাতে গিয়ে আক্রান্ত মা-ও ৷ ঘটনাটি ঘটেছে নরেন্দ্রপুর থানা এলাকার রাজপুর সোনারপুর পুরসভার ১ নম্বর ওয়ার্ডে ৷ এই ঘটনায় নরেন্দ্রপুর থানায় অভিযোগ দায়ের করেছে আক্রান্তের পরিবার ৷ ওদিকে লোকজন নিয়ে এসে পালটা মারধরের অভিযোগ দায়ের অভিযুক্তের ৷ অভিযোগের ভিত্তিতে ঘটনার তদন্ত শুরু করেছে নরেন্দ্রপুর থানার পুলিস ৷ যদিও এখনও পর্যন্ত এই ঘটনায় কাউকেই গ্রেফতার করেনি পুলিস৷ 

নির্যাতিতার অভিযোগ, বাপ্পা গুছাইত নামে ওই অভিযুক্ত যুবক স্কুল জীবন থেকেই তাঁকে বিরক্ত করতেন ৷ ইদানিং কাজে যাওয়া-আসার পথে ফোন নাম্বার চাইত ও কুপ্রস্তাব দিত ৷ বিষয়টি অস্বীকার করায় নির্যাতিতাকে কাটারি ও পিস্তল দিয়ে ভয়ও দেখাত ৷ বুধবার কাজ সেরে ফেরার পথে অভিযুক্ত যুবক তাঁর পিছু নেয় ৷ নির্যাতিতা বাড়ি ঢুকলে, জোর করে সে-ও বাড়িতে ঢুকে পড়ে ৷ তারপরই তাঁর পোষাক ধরে টানাটানি করতে শুরু করে অভিযুক্ত ৷ মেয়েকে বাঁচাতে মা এগিয়ে এলে, তাঁকেও মারধর করা হয় ৷ চিৎকার চেঁচামেচি করে প্রতিবেশীদের ডেকে কোনওরকমে ওই যুবতীকে বাঁচানো সম্ভব হয় ৷ ঘটনার পর থেকেই পলাতক অভিযুক্ত ৷ তার খোঁজে তল্লাশি শুরু করেছে পুলিস। এলাকার বাসিন্দাদের অভিযোগ, অভিযুক্ত বাপ্পা গুছাইত এলাকার অধিকাংশ মেয়েকে প্রায়-ই বিরক্ত করে ৷ যে মেয়েকে পছন্দ হয়, তাঁর কাছে তাঁর ফোন নাম্বার চায় ৷ ফোন নাম্বার না পেলে বিরক্ত করার পরিমাণ আরও বাড়ে ৷ 

উল্লেখ্য, গতকালই খাস কলকাতায় গাড়ির মধ্যে তরুণীকে ধর্ষণের অভিযোগ সামনে এসেছে। ঘটনাটি ঘটেছে আনন্দপুরে। সেই ঘটনায় অভিযোগের আঙুল উঠেছে প্রাক্তন প্রেমিকের বিরুদ্ধে। অভিযোগ, পানীয়ের মধ্যে মাদক মিশিয়ে বেহুঁশ করে দেওয়া হয় ওই তরুণীকে। তারপর গাড়ির মধ্যেই ওই তরুণীকে ধর্ষণ করে প্রাক্তন প্রেমিক। জানা যায়,  মিটমাট করে নেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সোমবার রাতে প্রাক্তন প্রেমিক ডেকে পাঠায় ওই তরুণীকে। তারপর লং ড্রাইভে যাওয়ার নাম করে আনন্দপুরের একটি নিরিবিলি জায়গায় নিয়ে গিয়ে গাড়ির মধ্যেই তরুণীকে ধর্ষণ করে প্রাক্তন প্রেমিক। বেহালার বাসিন্দা অভিযুক্ত প্রেমিকের খোঁজেও তল্লাশি শুরু করেছে পুলিস।

আরও পড়ুন, POCSO: নাবালিকাকে অপহরণ করে ধর্ষণ, খুন! পকসো মামলায় মৃত্যুদণ্ড অভিযুক্তের...

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

.