Nagrakata: চিতাবাঘের মাথায় ঘুষি ৫০-এর প্রৌঢ়ের, তারপর...

চিতাবাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচলো এক দিনমজুর। যদিও অসম লড়াইয়ে জখম হল ওই দিনমজুর নিজেও। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায়। জখম ব্যাক্তির নাম হেপনা মাঝি। তাঁর বয়স ৫০।

Updated By: Apr 1, 2024, 10:13 AM IST
Nagrakata: চিতাবাঘের মাথায় ঘুষি ৫০-এর প্রৌঢ়ের, তারপর...
নিজস্ব চিত্র

অরূপ বসাক: চিতাবাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচলো দিনমজুর। ঘুসি খেয়ে বাঘ পালালো চা বাগানে।

চিতাবাঘকে ঘুসি মেরে প্রানে বাঁচলো এক দিনমজুর। যদিও অসম লড়াইয়ে জখম হল ওই দিনমজুর নিজেও। ঘটনাটি ঘটেছে ডুয়ার্সের নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায়। জখম ব্যাক্তির নাম হেপনা মাঝি। তাঁর বয়স ৫০।

মালবাজার মহকুমার নাগরাকাটা ব্লকের খাস বস্তি এলাকায় রয়েছে কয়েকটি ছোট চাবাগান ও ঝোপঝাড়। ফাঁকা মাঠে অনেকে গরু চরায়। এই রকম ভাবে হেপনা মাঝিরও গরু ছিল মাঠে। 

আরও পড়ুন: Bengal News LIVE Update: উত্তরবঙ্গে মর্মান্তিক দুর্যোগ, ঘটনাস্থলে যাচ্ছেন রাজ্যপাল

হেপনা মাঝি নিজের গরু আনতে মাঠে যায়। সেইসময় চাবাগানে ঝোপের ঘাপটি মেরে বসে ছিল চিতাবাঘ। কাছে যেতেই চিতাবাঘ ঝাপিয়ে পড়ে হেপনার উপর। প্রাণ বাঁচাতে চিতাবাঘের মাথায় বসিয়ে দেয় নিজের শক্তি দিয়ে দু-চার ঘুসি।

চিতাবাঘের ধাক্কায় ছিটকে পড়ে মাটিতে। এরপর চিতাবাঘ চাবাগানের মধ্যে পালিয়ে যায়। চিতাবাঘের গর্জন ও হেপনা মাঝির চিৎকারে ছুটে আসে কিছু মানুষ। 

আরও পড়ুন: Bengal Weather Today: উত্তরে ঝড়ের তাণ্ডব, দক্ষিণে বইবে লু; বৃহস্পতিবার থেকে লাফিয়ে বাড়বে তাপমাত্রা

মানুষজন তাকে উদ্ধার করে দ্রুত শুলকাপাড়া হাসপাতালে নিয়ে আসে। সেখানে চিকিৎসার পর আপাতত বাড়িতে রয়েছেন তিনি। 

নিজের বাড়িতে বসে জানান, ‘সামনাসামনি হামলা করেছিল, উপায় না দেখে প্রান বাঁচতে ঘুসি মারতে বাধ্য হই’। তাঁর মাথাতেও আঘাত রয়েছে।

বন্যপ্রান বিভাগের খুনিয়া রেঞ্জের রেঞ্জার সজল কুমার দে বলেন, ‘আমরা চিতাবাঘটির উপর নজর রাখছি। আহত ব্যাক্তির চিকিৎসার খরচ বনদফতর বহন করবে’।

প্রসঙ্গত উল্লেখ্য, গতকাল চালসার কাছে ডাঙ্গি চা বাগানে পাতা তোলার সময় চিতাবাঘের হামলায় জখম হয় এক মহিলা।

(দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির টাটকা খবর, আপডেট এবং ভিডিয়ো পেতে ডাউনলোড-লাইক-ফলো-সাবস্ক্রাইব করুন আমাদের AppFacebookWhatsapp ChannelX (Twitter)YoutubeInstagram পেজ-চ্যানেল)

 

.