ইদের আগে মোটা বোনাস ঘোষণা নবান্নের, আপাতত পাবেন মুসলিম কর্মচারীরা

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায় সব জায়গাতেই শাসক দলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি।

Updated By: May 29, 2019, 12:09 AM IST
ইদের আগে মোটা বোনাস ঘোষণা নবান্নের, আপাতত পাবেন মুসলিম কর্মচারীরা

নিজস্ব প্রতিবেদন: ইদের আগে রাজ্য সরকারের মুসলিম কর্মচারীদের জন্য বোনাস ঘোষণা করল নবান্ন। উতসবের আগে ৪,০০০ টাকা বোনাস পাবেন রাজ্যের মুসলিম কর্মচারীরা। 

ইদের আগে রাজ্যের মুসলিম সরকারি কর্মচারীদের ৪,০০০ টাকা বোনাস দেওয়ার ঘোষণা করে বিজ্ঞপ্তি জারি করল মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৩০ হাজার টাকা পর্যন্ত বেতনের কর্মচারীরাই ৪ হাজার টাকা অতিরিক্ত পাবেন। কিন্তু তার বেশি মাইনে হলে বোনাসের সুবিধা পাবেন। প্রসঙ্গত, গতবছর ৩৬০০ টাকা বেতন পেয়েছিলেন সংখ্যালঘু কর্মচারীরা। এবার ৪০০ টাকা বাড়ল। ৩০ থেকে ৩৬ হাজার টাকার মধ্যে বেতন হলে ৮ হাজার টাকা অগ্রিম পাবেন।

বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, ইদের আগে এখন মুসলিম সরকারি কর্মচারীদের বোনাস দেওয়া হল। তবে ২৩ সেপ্টেম্বর ১ অক্টোবরের মধ্যে বোনাস পাবেন বাকি কর্মচারীরা। 

লোকসভা ভোটে পোস্টাল ব্যালটের গণনায় সব জায়গাতেই শাসক দলের চেয়ে এগিয়ে ছিল বিজেপি। মনে করা হচ্ছে, ষষ্ঠ বেতন কমিশনের সুপারিশ পেশে দীর্ঘসূত্রিতা ও বকেয়া মহার্ঘ ভাতার কারণে রাজ্য সরকারের উপরে ক্ষুব্ধ সরকারি কর্মচারীরা। গতকাল অর্থাত্ সোমবার আরও একবার ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বাড়ানো হয়েছে।    

শনিবার আরও এক দফা রাজ্যের বেতন কমিশনের মেয়াদ বাড়ায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার। ৭ মাসের জন্য মেয়াদ বৃদ্ধি করা হয়েছে কমিশনের।  ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ বেড়েছে চলতি বছরের ৩১ ডিসেম্বর পর্যন্ত।

২০১৫ সালের ২৭ নভেম্বর গঠন করা হয়েছিল ষষ্ঠ বেতন কমিশনে গঠন করা হয়েছিল। এনিয়ে মোট পাঁচ দফায় বাড়ানো হল ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ। সরকারি কর্মচারী সংগঠনগুলির দাবি করে, আসলে কমিশনের নামে ছলনা করা হচ্ছে। ২০১১ সালে মাইনে দ্বিগুণ বাড়ানোর প্রতিশ্রুতি দিয়েছিল বর্তমান রাজ্য সরকার। কিন্তু সেই প্রতিশ্রুতি রাখেনি তারা। ইতিমধ্যে মহার্ঘ ভাতাও রয়েছে বকেয়া। সেনিয়েও চলছে টানাপোড়েন। আর ষষ্ঠ বেতন কমিশনের মেয়াদ ডিসেম্বর পর্যন্ত বাড়ার অর্থ হল ৪ বছর ১ মাস সময়সীমা। যা কার্যত সারা ভারতে বিরল বলে মনে করছেন রাজ্য সরকারি কর্মচারীরা।  

আরও পড়ুন- নজিরবিহীন! তিন দিনে ৩ জন কমিশনার বিধাননগরে, রাজ্য পুলিসে ব্যাপক রদবদল

 

 

.