নবমীর রাতে জোড়া দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে পড়ে মৃত দুই

জানা গিয়েছে, আহত ওই তরুণের নাম কিংশুক ভট্টাচার্য। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিংশুককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তরুণীর প্রাথমিক চিকিৎসা চলছে। তবে দু-জনেরই হেলমেট ছিল বলে খবর।

Updated By: Oct 26, 2020, 11:04 AM IST
নবমীর রাতে জোড়া দুর্ঘটনা, বাইক থেকে ছিটকে পড়ে মৃত দুই
ছবিটি প্রতীকী

নিজস্ব প্রতিবেদন: নবমীর রাতে জোড়া দুর্ঘটনা শহরে। এ দিন রাতে একদিকে বালিগঞ্জ সার্কুলার রোডে ও অন্যটি সিআইটি রোডে। ঘটনায় দুই ব্যক্তির মৃত্যু হয়েছে। এবং দুজন গুরুতর জঘম অবস্থায় চিকিৎসাধীন। পুলিস সূত্রে খবর, প্রথম দুর্ঘটনাটি ঘটে বালিগঞ্জ সার্কুলার রোডে। নবমীর রাতে ঠাকুর দেখে বাড়ি ফিরছিল এক তরুণ ও তরুণী। বেপরোয়া গতিতে আসা বাইকটি নিয়ন্ত্রণ হারায়। ছিটকে পড়ে যায় দু-জনেই।

জানা গিয়েছে, আহত ওই তরুণের নাম কিংশুক ভট্টাচার্য। আহতদের এসএসকেএম হাসপাতালে নিয়ে যাওয়া হলে কিংশুককে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। আহত তরুণীর প্রাথমিক চিকিৎসা চলছে। তবে দু-জনেরই হেলমেট ছিল বলে খবর।

দ্বিতীয় দুর্ঘটনা ঘটে সিআইটি রোডে। দু-জন বাইকে করে যাচ্ছিল বলে পুলিস সূত্রে খবর। এই আরোহীরাও বেপরোয়াভাবে গাড়ি চালাচ্ছিল বলে পুলিস সূত্রে খবর। এই বাইকটিও এ দিন নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে যায়। এরপর চালক দেবাশীস চট্টোপাধ্যায় ও তার বন্ধুকে এনআরএস হাসপাতালে নিয়ে গেলে দেবাশীসকে মৃত বলে ঘোষণা করে চিকিৎসক। তবে এদের কারোরই হেলমেট ছিল না বলে পুলিস সূত্রে খবর।

.