চুপ-চাপ ভোট প্রচার

কথাটা ভোট দান, ভোট চেয়ে প্রার্থীর আবেদনকে বলে ভোট ভিক্ষা। আর কথাতেইতো আছে ভেক না করলে ভিক্ষা মেলে না।

Updated By: Apr 13, 2018, 10:43 PM IST
চুপ-চাপ ভোট প্রচার

নিজস্ব প্রতিবেদন: সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন  তরুণ সাহা। কমদিন নয় আটত্রিশ বছর ধরে। ভোটের সময়ও তার অন্যথা হয়নি। তরুণ সাহা চরমাজদিয়ার চরব্রহ্মনগর গ্রাম পঞ্চায়েতের তৃণমূল প্রার্থী। মৌনব্রতর দিন ইশারায় প্রচার সারছেন।

কথাটা ভোট দান, ভোট চেয়ে প্রার্থীর আবেদনকে বলে ভোট ভিক্ষা। আর কথাতেইতো আছে ভেক না করলে ভিক্ষা মেলে না। কিন্তু নবদ্বীপের চারমাজদিয়া চরব্রহ্মনগর গ্রামপঞ্চায়েতের তৃণমূল প্রার্থী তরুণ সাহার ক্ষেত্রে  এই ভেক শব্দটা প্রযোজ্য নয়। তিনি সপ্তাহে একদিন মৌনব্রত পালন করেন। আর সৈই মৌনব্রত অবলম্বন করেই ভোট প্রচারে। এর আগেও তিনবার তৃণমূলের  টিকিটে জিতেছেন।  এবারও আত্মবিশ্বাসী।

ইশারায় কথা বলছেন। সঙ্গে রয়েছেন স্ত্রী, দাদা। দাদা বলছেন গত আটত্রিশ বছর ধরে ভাই সপ্তাহে এই একদিন মৌনব্রত পালন করেন। ভোটেও তার অন্যথা হয় নি। আর সঙ্গী তৃণমূল কর্মীরা বলছেন মুখে বলার আর কী দরকার সামঝদারো কে লিয়ে ইশারায় কাফি হ্যায়।

 

Tags:
.