Birbhum: নদীতে কুড়িয়ে পাওয়া কৃষ্ণমূর্তি মন্দিরে রেখে এলেন মুসলিম যুবক
বুজুর দাবি, মূর্তিটি পাওয়ার পর তিনি একজনকে সেটি দেখান। তিনি বলেন, মূর্তিটি সোনার হতে পারে
নিজস্ব প্রতিবেদন: ঝাড়খণ্ড যাওয়ার পথে একটি কৃষ্ণমূর্তি কুড়িয়ে পেয়েছিলেন বীরভূমের পাথর চাপুড়ির এক মুসলিম যুবক। সেই মূর্তি মন্দিরে দিয়ে এলেন পেশায় গ্রামীণ চিকিত্সক ওই তরুণ।
দিন কয়েক আগে রোগী দেখতে ঝাড়খণ্ড যাচ্ছিলেন পেশায় কোয়াক ডাক্তার সেখ বুজু রহমান। পাথর চাপুড়িতে তাঁর বাড়ি থেকে কিছুটা এগতেই আমজোড়া ব্রিজের কাছে নদীতে একটি কৃষ্ণমূর্তি কুড়িয়ে পান তিনি। বেশিকিছু না ভেবেই মূর্তিটি কুড়িয়ে নিয়ে বাড়িতে চলে আসেন। তখন থেকেই মূর্তিটি ছিল বুজুর বাড়িতেই।
আরও পড়ুন-TMC Agitation Live Update: শাহের দফতরের সামনে তৃণমূলের নজিরবিহীন বিক্ষোভ, ধর্নায় সাংসদরা
বুজুর দাবি, মূর্তিটি পাওয়ার পর তিনি একজনকে সেটি দেখান। তিনি বলেন, মূর্তিটি সোনার হতে পারে। কিন্তু কিছুদিন পর স্বপ্ন দেখতে শুরু করি। কেউ যেন বলছে ওই কৃষ্ণমূর্তিকে খেতে দিতে অথবা কোনও মন্দিরের রেখে আসতে।
এদিকে, বারবার ওই একই স্বপ্ন দেখে বুজু বুঝতে পারেন মূর্তিটি ঘরে রাখা ঠিক হবে না। শেষপর্যন্ত মূর্তিটি রাস পূর্ণিমার দিন রাজার পুকুরের কৃষ্ণ মন্দিরে রেখে আসেন।