Municipal Election 2022: চন্দ্রকোনায় মায়ের প্রচারে বিধায়ক ছেলে, পুজো দিয়ে শুরু করলেন বাড়ি বাড়ি প্রচার
৮ নং ওয়ার্ড বিধায়ক অরূপ ধাড়ার(Arup Dhara) নিজের ওয়ার্ড
নিজস্ব প্রতিবেদন: মায়ের হয়ে প্রচারে নামলেন বিধায়ক পুত্র। পশ্চিম মেদিনীপুরের চন্দ্রকোনা পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে এবার তৃণমূলের প্রার্থী হয়েছেন তৃণমূল বিধায়ক অরূপ ধাড়ার মা মেনকা ধাড়া। মনোনয়ন দাখিলের কাজ শেষ হতেই রাস্তায় নেমে প্রচার শুরু করলেন তৃণমূল বিধায়ক(TMC MLA)।
বৃহস্পতিবার চন্দ্রকোনা পুরসভার(Chandrakona Municipality) ৮ নম্বর ওয়ার্ডের জয়ন্তীপুর শিব মন্দিরে দলীয় সমর্থক ও মায়ের সঙ্গে এজে পুজো দেন অরূপবাবু। তারপরই ছেলেকে সঙ্গে নিয়ে বাড়ি বাড়ি প্রচার শুরু করলেন মেনকা ধাড়া। তৃণমূল প্রার্থীর হয়ে এখনও দেওয়াল লিখন চলছে। সেইসব জায়গায় গিয়ে কর্মী-সমর্থকদের উত্সাহ দেওয়ার পাশাপাশি বাড়ি বাড়ি গিয়ে কথা বলেন ভোটদাতাদের সঙ্গে।
উল্লেখ্য,৮ নং ওয়ার্ড বিধায়ক অরূপ ধাড়ার(Arup Dhara) নিজের ওয়ার্ড। বিধায়ক হওয়ার আগে অরূপ বাবু ২০১৫ সালের পুরসভা নির্বাচনে এই ৮ নম্বর ওয়ার্ড থেকে জিতে চন্দ্রকোনা পৌরসভার চেয়ারম্যান ও পরে প্রশাসকের দায়িত্ব সামলেছেন।
আরও পড়ুন-'পুরভোটে অশান্তি হলেই ব্যক্তিগতভাবে দায়ী থাকবেন কমিশনার', বাহিনী মামলায় 'কড়া' নির্দেশ হাইকোর্টের
২০২১ বিধানসভা নির্বাচনে চন্দ্রকোনা বিধানসভায় তৃণমূলের হয়ে লড়ে বিধায়ক হন অরূপ ধাড়া। এবার পুরভোটে তার নিজের ৮ নং ওয়ার্ডে মা মেনকা ধাড়া দলের টিকিট পাওয়ায় অন্যান্য প্রার্থীদের প্রচারে সময় দেওয়ার পাশাপাশি প্রার্থী নিজের মাকে জেতানোর লক্ষ্য জোরকদমে প্রচারে নামলেন বিধায়ক পুত্র।