মুকুলকে 'চাটনি' কটাক্ষ দিলীপের, 'ফালতু লোক' বললেন কেষ্ট

Updated By: Nov 6, 2017, 09:44 AM IST
মুকুলকে 'চাটনি' কটাক্ষ দিলীপের, 'ফালতু লোক' বললেন কেষ্ট

নিজস্ব প্রতিবেদন: মুকুলে কুলুপ না এঁটে বরং ঢেকির শব্দে সরব দীলিপ। একদিকে চালও ভাঙছে অন্যদিকে শব্দও জানান দিচ্ছে অস্তিত্ব। রাজ্যস্তরে দ্বন্দ্ব থাকলেও শীর্ষ স্থানীয়দের ইচ্ছাতেই মুকুল রায়কে দলে নিয়েছি বিজেপি। তাই দিল্লিকে না চটিয়ে যেমন একদিকে দলের শৃঙ্খলা মানছেন, অন্যদিকে নবাগত প্রাক্তন তৃণমূলীকে দিলীপ ঘোষ এটাও বুঝিয়ে দিচ্ছেন, 'তুমি কেও নও, যা হবে আমার হাত ধরেই হবে'। 'ভাগ মুকুল ভাগ' মানে তৃণমূল থেকে সরে যাওয়ার কথা বলেছিলেন, মুকুলকে স্বাগত জানাতে নিজের মত এভাবেই বদলেছিলেন বিজেপি রাজ্য সভাপতি। এবার তিনি পাল্টা সরব হলেন বিজেপিতে মুকুল রায়ের অবস্থান নিয়ে! তৃণমূলের একদা চাণক্য যে কোনও 'কেউকেটা' নন সেটা স্পষ্ট করতেই মুকুল রায়কে নিয়ে তির্যক মন্তব্য করলেন দিলীপ ঘোষ। ঝাড়গ্রামে রাজ্যের বিজেপি সভাপতি বলেন, "ভাত-ডালের সঙ্গে চাটনি হলে ভালই হয়। ভাত-ডালের ব্যবস্থা আমাদের আছে। সঙ্গে চাটনি-পায়েস যোগ হলে মন্দ কি?"  

আরও পড়ুন- 'ভাগ মুকুল ভাগ' আজ অতীত, সকালে দিলীপকে ফোন মুকুলের

এদিন মুকুল রায়ের দলত্যাগ প্রসঙ্গে ঢাক বাজান তৃণমূলের ডাক সাইটের নেতা অনুব্রত মণ্ডলও। বীরভূমের তৃণমূল জেলা সভাপতির কটাক্ষ, "মুকুল ফালতু লোক"। একই সঙ্গে অনুব্রত মুকুল পুত্র শুভ্রাংশর কথা টেনে এনে বলেন, "আগে উনি (মুকুল রায়) নিজের ছেলেকে বিজেপিতে নিয়ে গিয়ে দেখাক।" যদিও দলের এবং প্রাক্তন দলের সতীর্থের এমন বক্তব্য নিয়ে কোনও রকম প্রতিক্রিয়াই আসেনি সদ্য বিজেপিতে যোগদান করা মুকুল রায়ের তরফে। 

আরও পড়ুন- এক্সক্লুসিভ: রেশন দুর্নীতির অভিযোগ উঠল দিলীপ ঘোষের বিরুদ্ধে

.