WB Flood Situation: ঘাটালে বন্যা, বুধবার এলাকায় যাচ্ছেন সাংসদ Dev

প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি। 

Updated By: Aug 3, 2021, 11:21 PM IST
WB Flood Situation:  ঘাটালে বন্যা, বুধবার এলাকায় যাচ্ছেন সাংসদ Dev

নিজস্ব প্রতিবেদন: গত কয়েক দিন ধরে টানা বৃষ্টি। তার উপর আবার জল ছেড়েছে ডিভিসিও। বানভাসি ঘাটাল। মুখ্যমন্ত্রীর যেদিন হাওড়া ও হুগলির প্লাবিত এলাকা পরিদর্শন করবেন, সেদিন নিজের এলাকায় যাচ্ছেন সাংসদ দেবও। বুধবার সকালে ঘাটালের উদ্দেশ্য় রওনা দেবেন। পরিস্থিতি খতিয়ে দেখবেন তিনি। কথা বলবেন স্থানীয় বাসিন্দাদের সঙ্গে। সূ্ত্রের খবর তেমনই।

দুর্যোগ আপাতত কেটে গিয়েছে। কিন্তু পরিস্থিতি ভয়াবহ। কেউ সঙ্গে নিয়ে এসেছে গরু আর পরনের জামা-কাপড়। কারও ভরসা একশো গ্রাম মুড়ি।  বন্যায় ঘাটালে গৃহহীন বহু মানু। বিস্তীর্ণ এখন জলের তলায়। ২ দিন ধরে জলমগ্ন ঘাটাল-চন্দ্রকোনা রাজ্য সড়ক। অধিকাংশ জায়গায় পানীয় জলে সংকট চরমে। এদিন ঘাটালে গিয়ে বন্যা পরিস্থিতি খতিয়ে দেখেন মন্ত্রী সুব্রত মুখোপাধ্যায়। সেচমন্ত্রী সৌমেন মহাপাত্রের অভিযোগ, 'ডিভিসি জলছাড়ার পরিমাণ কমাচ্ছে না। রাজনীতির জন্য বাংলায় ভয়ঙ্কর পরিস্থিতি তৈরির চেষ্টা করা হচ্ছে'। 

আরও পড়ুন: WB Flood: ত্রাণ দিতে এসে খানাকুলে প্রবল বিক্ষোভের মুখে বিজেপি বিধায়ক

রাজ্যের বন্যা পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী। এখনও পর্যন্ত যা খবর, আগামিকাল অর্থাৎ বুধবার আকাশপথে হাওড়ায় উদয়নারায়ণপুর ও আমতা এবং হুগলির গোঘাট, খানাকুলের প্লাবিত এলাকা পরিদর্শন করবেন তিনি। বস্তুত, এদিন উদয়নারায়ণুরে বন্যার জলে ডুবে মারা গিয়েছে এক কিশোরী। দেবের গন্তব্য ঘাটাল।

(Zee 24 Ghanta App : দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.