২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব জেলায় বর্ষা
পাহাড় ও সাগরে একসঙ্গে বর্ষা শুরু। উত্তর ও দক্ষিণবঙ্গে একসঙ্গে ঢুকছে মৌসুমী বায়ু, সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব জেলায় বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস। তার আগে প্রাক বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার টানেই বর্ষা ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
ওয়েব ডেস্ক: পাহাড় ও সাগরে একসঙ্গে বর্ষা শুরু। উত্তর ও দক্ষিণবঙ্গে একসঙ্গে ঢুকছে মৌসুমী বায়ু, সুখবর শোনাল আলিপুর আবহাওয়া দফতর। ২৪ ঘণ্টার মধ্যেই রাজ্যের সব জেলায় বর্ষা ঢুকে পড়বে বলে পূর্বাভাস। তার আগে প্রাক বর্ষার পরিস্থিতি তৈরি হয়েছে। বঙ্গোপসাগরের ওড়িশা উপকূলে নিম্নচাপ ঘনীভূত হয়েছে। তার টানেই বর্ষা ঢুকে পড়বে দক্ষিণবঙ্গে। কোনও কোনও জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। মত্স্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে।
এদিকে, বর্ষার আগেই রবিবার রাজ্যের বিভিন্ন জায়গায় বৃষ্টি হয়েছে। কোথাও ছিটেফোটা, কোথাও বেশি। এর কারণ আবার নিম্নচাপ। বঙ্গোপসাগরে লঘু নিম্নচাপ ক্রমশ ঘন হচ্ছে। এর ফলে আগামি চব্বিশ ঘণ্টায় উপকূল বর্তী জেলাগুলি ভালই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বর্ষার আগেই বর্ষার স্বাদ।