ডিম চুরি করে কুসুম খাচ্ছে, আবার কখনও টমেটো! বাঁদরের দৌরাত্ম্যে নাজেহাল মালাবাজারবাসী

কখনও কারও দোকান থেকে ডিম খেয়ে যাচ্ছে। কখনও কারও দোকান থেকে ফল নিয়ে চলে যাচ্ছে।

Updated By: Nov 11, 2019, 01:27 PM IST
ডিম চুরি করে কুসুম খাচ্ছে, আবার কখনও টমেটো! বাঁদরের দৌরাত্ম্যে নাজেহাল মালাবাজারবাসী

নিজস্ব প্রতিবেদন : আবার বাদরের অত্যাচারে অতিষ্ঠ মালবাজার মহকুমার ওদলাবাড়ি বাজার এলাকার বাসিন্দারা। দিনে, রাতে বাদরের অত্যাচারে অতিষ্ঠ হয়ে উঠেছে স্থানীয় বাসিন্দা থেকে ব্যাবসায়ীরা। বাঁদরের উৎপাতে নাজেহাল দশা দোকানদারদের। এরকমই একটি  ছবি দেখা গেল রবিবার রাতে।

দোকানদাররা বলছেন, যখন তখন দোকান থেকে খাবার তুলে খাচ্ছে বাঁদর। কখনও কারও দোকান থেকে ডিম খেয়ে যাচ্ছে। কখনও কারও দোকান থেকে ফল নিয়ে চলে যাচ্ছে। ক্যামেরাবন্দি হয়েছে সেই ছবি। দেখা যাচ্ছে, ডিম ফাটিয়ে কখনও কুসুম খাচ্ছে বাঁদরটি। কখনও আবার টমেটো খাচ্ছে। শুধু তাই নয়। যখন তখন জাতীয় সড়কের উপর বসে পড়ছে। আবার কখনও গাড়ির উপরও চড়ে বসছে। সবমিলিয়ে বাঁদরের অত্যাচারে জর্জরিত জনজীবন।

আরও পড়ুন, বুলবুল-এর তাণ্ডবে নামখানায় ডুবল ৪টি ট্রলার, মৃত্যু ১ মৎস্যজীবীর, নিখোঁজ ৮

স্থানীয় বাসিন্দারা বলছেন, যেভাবে বার বার রাস্তার উপর বাঁদরটি চলে আসছে, তাতে যেকোনও সময় দুর্ঘটনা ঘটে যেতে পারে। অবিলম্বে যাতে বাঁদরটিকে ধরে নিয়ে গিয়ে জঙ্গলে ছেড়ে দিয়ে আসা হয়, বন দফতরের কাছে সে আর্জি জানিয়েছেন তাঁরা। সাধারন মানুষ রাস্তা দিয়ে চলাচল করতে ভয় পাচ্ছে। নাজেহাল সাধারণ মানুষ।

.