সেচখালে নিখোঁজ যুবকের দেহ, ময়নায় পুলিসকে ঘিরে বিক্ষোভ

সোমনাথ বেরা গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজ হওয়ার পিছনে স্থানীয় এক টোটোচালকের হাত রয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। 

Updated By: Jan 10, 2019, 01:58 PM IST
সেচখালে নিখোঁজ যুবকের দেহ, ময়নায় পুলিসকে ঘিরে বিক্ষোভ

নিজস্ব প্রতিবেদন: বাড়ির অদূরেই  খাল থেকে উদ্ধার নিখোঁজ যুবকের দেহ। দেহ উদ্ধারে গিয়ে গ্রামবাসীদের বিক্ষোভের মুখে পুলিস। ঘটনাকে ঘিরে উত্তেজনা ময়নার গড়ময়না এলাকায়। পুলিসকে ঘিরে, রাস্তায় টায়ার জ্বালিয়ে চলছে বিক্ষোভ। নিহত যুবকের নাম সোমনাথ বেরা।

পতাকা বদলে পুরনো গড় থেকেই লোকসভার প্রার্থী হচ্ছেন সৌমিত্র খাঁ

সোমনাথ বেরা গত কয়েকদিন ধরে নিখোঁজ ছিলেন। তার নিখোঁজ হওয়ার পিছনে স্থানীয় এক টোটোচালকের হাত রয়েছে বলে থানায় অভিযোগ দায়ের করেন পরিবারের সদস্যরা। ওই টোটোচালককে গ্রেফতার করে পুলিস। পরিবারের সদস্যদের দাবি, পুলিস প্রথমেই জানিয়েছিল, খুনের কথা স্বীকার করেছে ওই টোটোচালক। জানিয়েছিল, খুনের পর দেহ রূপনারায়ণ নদীতে ফেলে দেওয়া হয়েছে।

আরও পড়ুন, সৌমিত্রর পর বিজেপির দিকে পা বাড়িয়ে তাঁর বন্ধু সাংসদও!

পুলিস সেই মতো নদীতে ডুবুরি নামিয়ে তল্লাশি চালায়। কিন্তু দেহ উদ্ধার হয়নি। বৃহস্পতিবার সকালে সোমনাথের বাড়ির অদূরেই খালের মধ্যে একটা কিছু ভেসে থাকতে দেখেন স্থানীয়রা। পরে নিজেরাই খতিয়ে দেখেন, সোমনাথের দেহই জলে ভেসে উঠেছে। দেহ ফুলে গিয়েছিল। খবর পেয়ে গ্রামে ঢোকার চেষ্টা করে ময়না থানার পুলিস। কিন্তু পুলিস দেখা মাত্রই ক্ষেপে ওঠেন গ্রামবাসীরা। পুলিসকে গ্রামে ঢুকতে বাধা দেন তাঁরা। পুলিসের বিরুদ্ধে কর্তব্যে গাফিলতির অভিযোগ তুলে বিক্ষোভ দেখান তাঁরা। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

Tags:
.