গুলিতে এফোঁড়-ওফোঁড় খুলি, আশঙ্কাজনক শুভেন্দু অধিকারীর দেহরক্ষী

নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করেন শুভব্রত। গুলি লাগে মাথার পিছনে ডানদিকে।

Updated By: Oct 13, 2018, 02:57 PM IST
গুলিতে এফোঁড়-ওফোঁড় খুলি, আশঙ্কাজনক শুভেন্দু অধিকারীর দেহরক্ষী

নিজস্ব প্রতিবেদন : সার্ভিস রিভলভার থেকে গুলি করে আত্মহত্যার চেষ্টা করলেন পরিবহনমন্ত্রী শুভেন্দু অধিকারীর নিরাপত্তারক্ষী। বর্তমানে আশঙ্কাজন অবস্থায় কাঁথি মহকুমা হাসপাতালে চিকিত্সাধীন জখম নিরাপত্তারক্ষী। আহত নিরাপত্তারক্ষীর নাম শুভব্রত চক্রবর্তী। বয়স ৪০ বছর।

এক ক্লিকে দেখে নিন, বেহালা নূতন দল: 'ছক ভাঙার খেলা' থিমের মণ্ডপ ও প্রতিমা দর্শন করুন

জানা গিয়েছে, ঘটনাটি ঘটেছে এদিন সকাল সাড়ে ১০টা নাগাদ। এদিন সকালে অন্য নিরাপত্তারক্ষীরা যখন সবাই ডিউটিতে যাওয়ার জন্য তৈরি হতে ব্যস্ত, তখনই ঘটনাটি ঘটে। নিজের সার্ভিস রিভলভার থেকে মাথায় গুলি করেন শুভব্রত। গুলিতে এফোঁড়-ওফোঁড় হয়ে যায় মাথা। গুলি লাগে মাথার পিছনে ডানদিকে।

এক ক্লিকে দেখে নিন, অনন্য ত্রিধারা: 'প্রকৃতির রতনের সাজাবো যতনে' থিমের মণ্ডপ ও প্রতিমা

আশঙ্কাজনক অবস্থায় সঙ্গে সঙ্গে কাঁথি মহকুমা হাসপাতালে নিয়ে যাওয়া হয় শুভব্রত চক্রবর্তীকে। সেখানেই তাঁর অস্ত্রোপচার হয়। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, বিপদ এখনও কাটেনি। তাঁর শারীরিক পরিস্থিতি এখনও আশঙ্কাজনক। বর্তমানে কোমায় রয়েছেন শুভব্রত। খবর পাওয়ার সঙ্গে সঙ্গেই হাসপাতালে ছুটে আসেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

এক ক্লিকে দেখে নিন, চেতলা অগ্রণী: দেখে নিন মণ্ডপ ও প্রতিমা

কী কারণে শুভব্রত নিজেকে গুলি করল? কেন আত্মহত্যার চেষ্টা করলেন তিনি? সেকারণে এখনও স্পষ্ট করে কিছু জানা যায়নি। তবে প্রাথমিকভাবে অনুমান, মানসিক অবসাদেই আত্মঘাতী হওয়ার চেষ্টা করেন শুভব্রত। ঘনিষ্ঠ সূত্রে জানা গিয়েছে, দীর্ঘদিন ধরে পারিবারিক অশান্তিতে ভুগছিলেন শুভব্রত। সে কারণে চুপচাপ হয়ে গিয়েছিলেন অনেকটাই।

এক ক্লিকে দেখে নিন, বোসপুকুর শীতলামন্দিরের পুজো: উল্কির উত্সের খোঁজে এবারের থিম ভাবনা, প্রতিমাও অনন্য

আজ থেকেই তাঁর ছুটিতে যাওয়ার কথা ছিল। কিন্তু তাঁর আগেই বেছে নেন চরম পথ। শুভব্রত চক্রবর্তীর জামার পকেট থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।  

.