জ্বরে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে

জ্বরে আক্রান্ত মন্ত্রীর মেয়ে। ডেঙ্গির উপসর্গ নিয়ে নার্সিংহোমে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে শম্পা ঘোষ। কলকাতায় ফের থাবা বসিয়েছে ডেঙ্গি। বেহালায় রিপন ঢালি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাদুড়িয়ায় অজানা জ্বরে মারা গেছেন দুই মহিলা। 

Updated By: Nov 10, 2017, 07:04 PM IST
জ্বরে আক্রান্ত উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে

নিজস্ব প্রতিবেদন: জ্বরে আক্রান্ত মন্ত্রীর মেয়ে। ডেঙ্গির উপসর্গ নিয়ে নার্সিংহোমে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে শম্পা ঘোষ। কলকাতায় ফের থাবা বসিয়েছে ডেঙ্গি। বেহালায় রিপন ঢালি নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বাদুড়িয়ায় অজানা জ্বরে মারা গেছেন দুই মহিলা। 

আরও পড়ুন : শেডের জায়গায় স্টেশনে তৈরি হচ্ছে বেঞ্চ, ক্ষুব্ধ পাণ্ডুয়ার নিত্যযাত্রীরা

কোচবিহারের মদনমোহন বাড়ি এলাকার নার্সিংহোমে ভর্তি উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের মেয়ে শম্পা ঘোষ। গত কয়েকদিন ধরেই জ্বরে ভুগছেন তিনি। বৃহস্পতিবার রাতে তাঁকে নার্সিংহোমে ভর্তি করা হয়। মন্ত্রীর মেয়ের ডেঙ্গির উপসর্গ রয়েছে। সব পরীক্ষা-নিরীক্ষাই হবে বলে জানালেও মুখে কুলুপ নার্সিংহোম কর্তৃপক্ষের।

এবার ডেঙ্গিতে মারা গেলেন বেহালার AK পাল রোডের বাসিন্দা বছর পঁয়ত্রিশের রিপন ঢালি। এক সপ্তাহ ধরে তাঁর জ্বর ছিল। প্রথমে সরকারি পরে বেসরকারি হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। ডেথ সার্টিফিকেটে ডেঙ্গির উল্লেখ রয়েছে।

আরও পড়ুন : ধর্ষণ করে খুন? দেড় বছর পর কিশোরীর দেহ তোলা হল কবর খুঁড়ে!

বাদুড়িয়ার বাগান আটঘরার বাসিন্দা রেণুকা মণ্ডল এবং মলয়াপুরের বাসিন্দা ফিরদৌসির বিবির মৃত্যু হয়েছে। দুজনেই গত কয়েকদিন ধরে জ্বরে ভুগছিলেন। ভর্তি ছিলেন হাসপাতালে। অজানা জ্বরে ফের দুজনের মৃত্যু হওয়ায় নতুন করে আতঙ্ক ছড়িয়েছে বাদুড়িয়ায়।

.