বিমানবন্দরের আদলে ব্রেস্ট ফিডিং সেন্টার এবার বাঁকুড়া স্টেশনে

প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার যাত্রী যাতায়াত করেন বাঁকুড়া স্টেশন দিয়ে

Updated By: Nov 10, 2017, 06:49 PM IST
বিমানবন্দরের আদলে ব্রেস্ট ফিডিং সেন্টার এবার বাঁকুড়া স্টেশনে

নিজস্ব প্রতিবেদন : মায়েরা যাতে সন্তানদের স্তন্যপান করাতে পারে, তার জন্য অভিনব উদ্যোগ নিল দক্ষিণ-পূর্ব রেল। বিমানবন্দরের আদলে ব্রেস্ট ফিডিং সেন্টার চালু হল এবার বাঁকুড়া স্টেশনেই।

খিদেয় কাতরাচ্ছে কোলের সন্তান। অথচ ভিড়ে ঠাসা প্ল্যাটফর্ম। প্যাক্ট আপ ট্রেনের কামরা। বেজায় অস্বস্তিতে মা। বুঝতে পারছেন সন্তানের চাহিদা। কিন্তু লজ্জার খাতিরে তিনি নিরুপায়। গ্রাম বাংলা, শহর-মফস্বলের মায়েদের এই অসুবিধা ভাবিয়েছে দক্ষিণ-পূর্ব রেলের আধিকারিকদের। তাঁদের উদ্যোগেই বাঁকুড়া স্টেশনে গড়ে উঠেছে ব্রেস্ট ফিডিং সেন্টার বা স্তন্যপান কক্ষ।

এতদিন পর্যন্ত এই সুবিধা মিলত শুধু বিমানবন্দরে। এবার বাঁকুড়া স্টেশন দিয়ে শুরু হল নতুন পরিষেবার সূচনা। রেলের হিসাব অনুযায়ী, প্রতিদিন গড়ে ১০ থেকে ১২ হাজার যাত্রী যাতায়াত করেন বাঁকুড়া স্টেশন দিয়ে। মায়েদের অসুবিধার কথা মাথায় রেখেই উদ্যোগী হন স্টেশন ম্যানেজার। আগামীদিনে অন্য স্টেশনেও আরও স্তন্যপান কক্ষ গড়ে উঠবে এমনটাই আশা।

আরও পড়ুন, শেডের জায়গায় স্টেশনে তৈরি হচ্ছে বেঞ্চ, ক্ষুব্ধ পাণ্ডুয়ার নিত্যযাত্রীরা

.