আরও নামবে পারদ, শৈত্যপ্রবাহের পূর্বাভাস দিয়ে জানাল হাওয়াঅফিস
শুক্রবার বিকেলে আলিপুর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহের শেষে কলকাতার তাপমান নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলির জন্য। শীতের কামড় শক্ত হবে দুই দিনাজপুর ও মালদায়।
নিজস্ব প্রতিবেদন: উত্তুরে হাওয়ার দাপটে কয়েকদিন ধরেই বেগ পেয়েছে শীত। কাঁপন ধরেছে জেলায় জেলায়। বাদ নেই শহর কলকাতাও। বছরের শুরুতে জাঁকিয়ে শীতে জমজমাটি উত্সবের আমেজ পশ্চিমবঙ্গ জুড়ে। তবে শীতকাতুরেদের নালিশের শেষ নেই। তাদের জন্য রয়েছে খারাপ খবর। আলিপুরের হাওয়া অফিস বলছে, আরও নামবে পারদ। এমনকী কলকাতার তাপমাত্রা নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে।
আরও পড়ুন - দশের নীচে নামল পারদ, প্রবল ঠান্ডায় জবুথবু বাংলা
শুক্রবার বিকেলে আলিপুর থেকে প্রকাশিত পূর্বাভাসে জানানো হয়েছে, সপ্তাহের শেষে কলকাতার তাপমান নামতে পারে ১০ ডিগ্রি সেলসিয়াসের নীচে। শৈত্য প্রবাহের পূর্বাভাস রয়েছে পুরুলিয়া-সহ পশ্চিমের জেলাগুলির জন্য। শীতের কামড় শক্ত হবে দুই দিনাজপুর ও মালদায়।
দীর্ঘ অপেক্ষার পর পয়লা জানুয়ারি থেকে বঙ্গভূমে শুরু হয়েছে শীতের ইনিংস। শুক্রবার সকালে শ্রীনিকেতনের তাপমাত্রা নেমেছিল ৭.২ ডিগ্রি সেলসিয়াস। আসানসোল ৮.২ ও বর্ধমানে পারদ নেমেছিল ৮.৯-এ। শুক্রবার সকালে আলিপুরের তামপাত্রা ছিল ১১.৫ ডিগ্রি সেলসিয়াস।