ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের বাতি, টর্চ জ্বেলে অস্ত্রোপচার সুপার স্পেশালিটি হাসপাতালে

অস্ত্রোপচার চলাকালীন ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের বাতি। কোনওক্রমে বাঁচলেন চিকিত্সক। শেষমেষ টর্চের আলোতেই অস্ত্রোপচার সেরে বাঁচালেন রোগীকেও।  ঘটনাটি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের। বাতি ভেঙে জখম হয়েছেন চিকিত্সক অরূপ দত্ত।

Updated By: Jan 5, 2018, 04:48 PM IST
ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের বাতি, টর্চ জ্বেলে অস্ত্রোপচার সুপার স্পেশালিটি হাসপাতালে

নিজস্ব প্রতিবেদন : অস্ত্রোপচার চলাকালীন ভেঙে পড়ল অপারেশন থিয়েটারের বাতি। কোনওক্রমে বাঁচলেন চিকিত্সক। শেষমেষ টর্চের আলোতেই অস্ত্রোপচার সেরে বাঁচালেন রোগীকেও।  ঘটনাটি রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের। বাতি ভেঙে জখম হয়েছেন চিকিত্সক অরূপ দত্ত।

মাসখানেক আগে চালু হয় রায়গঞ্জ সুপার স্পেশালিটি হাসপাতালের ন'তলার অপারেশন থিয়েটার। বৃহস্পতিবার সেই অপারেশন থিয়েটারেই ঝুমা সরকার নামে এক গৃহবধূর গল ব্লাডার থেকে পাথর বার করছিলেন শল্যচিকিত্সক অরূপ দত্ত। অভিযোগ, অপারেশন চলাকালীনই ভেঙে পড়ে ও.টি-র আলো। সঙ্গে সঙ্গেই অপারেশন থিয়েটারে উপস্থিত নার্স ও চিকিত্সক ভেঙে পড়া বাতিটি ধরে ফেলেন। রোগীর শরীরে আঘাত না লাগলেও, বাতি ভেঙে আঘাত লাগে চিকিত্সক অরূপ দত্তের মাথায়। এরপর টর্চের আলোয় বাকি অপারেশন শেষ করেন অরূপবাবু।

হাসপাতাল সুপার গৌতম কুমার মণ্ডল জানিয়েছেন, এই ঘটনায় জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকের নেতৃত্বে তদন্ত শুরু হয়েছে। তলব করা হয়েছে আলো লাগানোর বরাত পাওয়া ঠিকদার সংস্থাকে। কলকাতার স্বাস্থ্য ভবনেও পুরো বিষয়টি জানানো হয়েছে।

আরও পড়ুন, কলকাতায় রাম রহিমের শিষ্যের ডেরায় মধুচক্রের রমরমা আসর

এর আগে বৃষ্টিতে রায়গঞ্জ সুপার স্পেশালিটি এই হাসপাতালের জরুরি বিভাগের পাশের দেওয়াল ভেঙে পড়েছিল। শৌচাগারের চাঙড় ভেঙে জখম হন চিকিত্সাধীন এক বৃদ্ধাও। এবার একেবারে অপারেশন থিয়েটারের মধ্যে ওটি লাইট ভেঙে পড়ল। বার বার এভাবে হাসপাতালের বিভিন্ন অংশ ভেঙে পড়ায় আতঙ্ক ছড়িয়েছে চিকিত্সাধীন রোগী ও তাঁদের আত্মীয়দের মধ্যে।

.