Maiost Poster: জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, খড়গপুরে 'মাওবাদী পোস্টার'!

পশ্চিম মেদিনীপুরে জনসভার পর ঝাড়গ্রামে প্রশাসনিক বৈঠক করলেন মমতা বন্দ্যোপাধ্য়ায় (CM Mamata Banerjee)।

Updated By: May 18, 2022, 08:51 PM IST
Maiost Poster:  জঙ্গলমহল সফরে মুখ্যমন্ত্রী, খড়গপুরে 'মাওবাদী পোস্টার'!

নিজস্ব প্রতিবেদন: ফের জঙ্গলমহলে 'মাওবাদী পোস্টার'। তাও আবার মুখ্যমন্ত্রীর সফরের মাঝেই! এবার পশ্চিম মেদিনীপুরের খড়গপুরে (Kharagpur)। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল এলাকায়।

জানা গিয়েছে, এদিন খড়গপুরের পাপর আড়া এলাকায় মাওবাদী নামাঙ্কিত পোস্টার দেখতে পান স্থানীয় বাসিন্দারা। সাদা কাগজের পোস্টারে লাল কালিতে লেখা ছিল, 'দুর্নীতিগ্রস্থ প্রধানের জন আদালতে বিচার চাই। রক্ত চাই। লাল সেলাম। বিকাশ, মাওবাদী নেতা'। পোস্টারগুলি উদ্ধার করেছে পুলিস। কে বা কারা এই পোস্টার লাগাল? শুরু হয়েছে তদন্ত। 

আরও পড়ুন: West Midnapore: মুখ্যমন্ত্রীর সভা থেকে ফেরার পথে দুর্ঘটনা, আহত পুরসভার ভাইস চেয়ারম্যান-সহ ৪

এদিকে ৩ দিনের সফরে এখন জঙ্গলমহলে মুখ্যমন্ত্রী। প্রশাসনিক বৈঠকের পর, এদিন পশ্চিম মেদিনীপুরে জনসভা করেন। এরপর দুপুরে রওনা দেন ঝাড়গ্রামের উদ্দেশ্যে। সেখানে প্রশাসনিক বৈঠক করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন: Mamata Banerjee: জেলা পরিষদে টেন্ডার 'দুর্নীতি', মুখ্যমন্ত্রীর সামনেই তরজা ৩ কর্মাধ্যক্ষের

এর আগেও, পশ্চিম মেদিনীপুরের বিভিন্ন জায়গায় মাওবাদী নামে পোস্টার উদ্ধার হয়েছে। নেপথ্যে কারা? তদন্তে নেমে ৫ জনকে গ্রেফতার করে পশ্চিম মেদিনীপুরের গড়বেতা থানার পুলিস। তদন্তকারীরা জানান, পোস্টার লাগানোর কথা স্বীকার করলেও, ধৃতদের সঙ্গে মাওবাদীদের কোনও সম্পর্ক নেই।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.