Gangarampur: জমি বিবাদে বেঘোরে মৃত্যু ব্যক্তির, ধুন্ধুমারকাণ্ড গঙ্গারামপুরে

প্রথমে দু'পক্ষের মধ্যে বচসা শুরু হয়, তারপর লাঠিলাঠি! ঘটনার তদন্তে নেমেছে পুলিস।

Updated By: Jul 11, 2022, 07:50 PM IST
Gangarampur: জমি বিবাদে বেঘোরে মৃত্যু ব্যক্তির, ধুন্ধুমারকাণ্ড গঙ্গারামপুরে

শ্রীকান্ত ঠাকুর: জমি নিয়ে বিবাদ! এক অপরের উপর লাঠি নিয়ে চড়াও হল দু'পক্ষই। সংঘর্ষে প্রাণ হারালেন এক ব্য়ক্তি। ঘটনাকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়াল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। তদন্তে নেমেছে পুলিস।

স্থানীয় সূত্রে খবর, মৃতের নাম অছিমুদ্দিন মিয়াঁ। বাড়ি, গঙ্গারামপুর থানার জাহাঙ্গীরপুরের নান্দর এলাকায়। গত কয়েক মাস ধরে আড়াই শতক জমি নিয়ে গ্রামেরই বেশ কয়েকজন সঙ্গে বিবাদ চলছিল অছিমুদ্দিনের। যাঁদের মধ্যে বিবাদ, তাঁদেরই একজন আবার এদিন সকালে ওই জমিটি ঘেরা ফেলার চেষ্টা করেন। আর তাতেই ঘটে বিপত্তি।

আরও পড়ুন: Nandigram Suicide: মর্মান্তিক! আত্মঘাতী ছেলে, পুত্রশোকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মঘাতী মা-ও

কেন? বাঁধা দিতে গেল, দু'পক্ষের মধ্যে প্রথমে বচসা শুরু হয়। তারপর লাঠালাঠি! সংঘর্ষে গুরুতর আহত হন অছিমুদ্দিন। হাসপাতালে নিয়ে গেলে, তাঁকে মৃত বলে ঘোষণা করেন চিকিৎসকরা। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় পুলিস। দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠানো হয়েছে।

আরও পড়ুন: Royal Bengal Tiger: 'রাজা'র রাজকীয় বিদায়! দেশের প্রবীণতম রয়্যাল বেঙ্গল টাইগারের মৃত্যু

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.