ঘরের সামনেই উদ্ধার দেহ, বাবাকে গুলি করে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল ছেলে!

মৃত মোহর গোলদারের ছোট ছেলের বক্তব্য, প্রতিবেশীদের কাছ থেকে শুনছি আমার বড় দাদা ওই কাণ্ড করেছে

Updated By: Apr 17, 2022, 01:01 PM IST
ঘরের সামনেই উদ্ধার দেহ, বাবাকে গুলি করে গায়ে পেট্রোল ঢেলে পুড়িয়ে মারল ছেলে!

নিজস্ব প্রতিবেদন: বনগাঁর কেউটিপাড়া এলাকায় নিজের বাড়ির সামনেই উদ্ধার হল মোহর গোলদার(৪৫) নামে এক ব্যক্তির মৃতদেহ। শনিবার রাতে অগ্নিদগ্ধ অবস্থায় মেলে মোহরের দেহ। পরিবারের এক সদস্যের দাবি, বাড়ির বড়ছেলেই পুড়িয়ে মেরেছে বাবাকে।

পারিবারিক সূত্রে আরও দাবি, অত্যাধিক নেশা করতেন মোহর গোলদার। এনিয়ে অশান্তি লেগেই থাকত। শনিবার রাত দশটা নাগাদ অশান্তি চরমে উঠলে মোহর গোলদারের স্ত্রী ছোট বৌমাকে নিয়ে পাশের বাড়িতে চলে যান। কিছুক্ষণ পরে পাড়ার লোকের মুখে শোনেন বাড়ির সামনে আগুন জ্বলছে। ঘরে ফিরে দেখেন বাড়ির সামনে অগ্নিদগ্ধ অবস্থায় পড়ে রয়েছেন তাঁর স্বামী। 

ওই ঘটনায় পরই খবর দেওয়া হয় বনগাঁ থানায়। পুলিসে এসে মৃতদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য পাঠায়। এদিকে মৃত মোহর গোলদারের ছোট ছেলের বক্তব্য, 'প্রতিবেশীদের কাছ থেকে শুনছি আমার বড় দাদা ওই কাণ্ড করেছে। পুলিস তদন্ত করুক।'

অন্যদিকে, পুলিস সূত্রে খবর, গতকালই আশানুর গোলদারকে গ্রেফতার করা হয়েছে। পুলিসের কাছে আশানুর স্বীকার করেছে, বাবাকে প্রথমে সে গুলি করে। পরে তার গায়ে পেট্রোল ঢেলে আগুন লাগিয়ে দেয়।

আরও পড়ুন-বিবাহ বর্হিভূত সম্পর্ক! নৃত্য শিল্পীকে খুনের অভিযোগ, তদন্তে পুলিস

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.