মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব চাই : Mamatabala, ব্যক্তিগত কে কী বলছে গুরুত্বপূর্ণ নয় : Sougata

"কেন্দ্রীয় সরকার যদি অবিলম্বে মতুয়াদের মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব।"

Updated By: Dec 28, 2020, 08:01 PM IST
মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব চাই : Mamatabala, ব্যক্তিগত কে কী বলছে গুরুত্বপূর্ণ নয় : Sougata

নিজস্ব প্রতিবেদন : "প্রয়োজনে জীবন দেব। সারা ভারতবর্ষের মানুষকে নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করব।" CAA ইস্যুতে বিজেপি সাংসদ শান্তনু ঠাকুরের পর এবার সরব প্রাক্তন তৃণমূল সাংসদ তথা মতুয়া মহাসঙ্ঘের সঙ্ঘাধিপতি মমতাবালা ঠাকুর (Mamatabala Thakur)। মতুয়াদের (Matua) নিঃশর্ত নাগরিকত্ব দেওয়া না হলে বৃহত্তর আন্দোলনে নামার হুঁশিয়ারি দিলেন তিনি।

উত্তর ২৪ পরগনার ঠাকুরনগরে ঠাকুরবাড়িতে এদিন মতুয়াদের এক জনসভা ছিল। সেখানেই মমতাবালা ঠাকুর এদিন বলেন, কেন্দ্রীয় সরকার বলছে CAA-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেব। বিভিন্ন সময়ে বিজেপির (BJP) বিভিন্ন নেতারা এসে একই কথা বলছেন। কিন্তু নাগরিকত্বের যে আইন পাস হয়েছে, তাতে হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সি ধর্মের নাম থাকলেও, কোথাও মতুয়াদের (Matua) নাম উল্লেখ নেই। তোপ দাগেন, "বিজেপি সরকার ও বিজেপির নেতারা বিভিন্ন সময়ে বলছেন CAA-র মাধ্যমে মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। তাঁরা মতুয়াদের সঙ্গে ভাঁওতাবাজি করছেন। কোথাও লেখা নেই মতুয়াদের নাগরিকত্ব দেওয়া হবে। কেন্দ্রীয় সরকার যদি অবিলম্বে মতুয়াদের মতুয়াদের নিঃশর্ত নাগরিকত্ব না দেয় তাহলে বৃহত্তর আন্দোলনে যাব। আমরা প্রথমে বিধানসভাভিত্তিক আন্দোলন করব। তার মধ্যেও যদি নাগরিকত্ব না দেয়, তাহলে সারা ভারতবর্ষের লোক নিয়ে গিয়ে দিল্লিতে আন্দোলন করব। সংসদ ঘেরাও করব।"

এখন তৃণমূল যেখানে CAA-র বিরোধী, সেখানেই সেই দলেরই এক প্রাক্তন সাংসদ CAA নিয়ে সরব। স্বাভাবিকভাবেই রাজনৈতিক মহলে জোর চর্চা শুরু হয়েছে। এপ্রসঙ্গে জিজ্ঞাসা করা হলে তৃণমূল সাংসদ সৌগত রায় (Sougata Roy) স্পষ্ট বলেন, "মমতাবালা ঠাকুরের মন্তব্য নিয়ে কিছু বলতে চাই না। মতুয়াদের নাগরিকত্ব নিয়ে কোনও প্রশ্ন-ই নেই। ওঁরা নাগরিক ছিলেন, আছেন, থাকবেন। তাঁরা ভোট দিচ্ছেন। রেশন কার্ড আছে। সুতরাং এটার কোনও দরকার নেই। আমরা দেখেছি, অসমে NRC করতে গিয়ে ১৯ লাখ বাঙালি হিন্দুর নাম বাদ গিয়েছে। আমরা এর বিরুদ্ধে। ব্যক্তিগত কে কী বলছে তা গুরুত্বপূর্ণ নয়।"

আরও পড়ুন, বিজেপিতেই থাকছেন না তৃণমূলে? নিজের অবস্থান স্পষ্ট করলেন Shantanu Thakur

.