‘ঘরে ঢুকে সিঁদ কেটেছে’ মেদিনীপুরের সভা থেকে অধিকারী পরিবারকে একের পর এক নিশানা মমতার
তাঁকে আগে কখনও কাঁথি, পটাশপুরে ঢুকতে দেওয়া হত না বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়
নিজস্ব প্রতিবেদন: অধিকারীদের খাসতালুক কাঁথিতে গিয়ে নাম না করে তাঁদেরই তুলোধনা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ২০১৪ সাল থেকে শুভেন্দুর বিজেপির সঙ্গে যোগাযোগ নিয়ে মমতার কটাক্ষ, ‘ঘরে ঢুকে সিঁদ কেটেছে’। অধিকারীদের ‘মিরজাফর, গদ্দারদের দল’ বলেও মন্তব্য করেন মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন একের পর বাক্যবাণে অধিকারী পরিবারকে বেঁধেন মমতা।
অধিকারীদের নিশানা করে তিনি বলেন, 'যাঁরা রাতে কানে কানে কথা বলে, দিনে চুমু খায় তাঁদের সঙ্গে আমরা সম্পর্ক রাখি না। এক সময় সম্মান করতাম, খুব ভালবাসতাম। আমি নিজের হাতে মা তারার ছবি এঁকে দিয়ে এসেছিলাম, আর আজ সেই বিশ্বাসঘাতকের দল বিজেপিকে হাত ধরে এনেছে। এদের থেকে বড় গদ্দার কেউ নয়, বিশ্বাসঘাতক।'
তাঁকে আগে কখনও কাঁথি, পটাশপুরে ঢুকতে দেওয়া হত না বলে অভিযোগ করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আজ কাঁথির দক্ষিণে দলীয় প্রার্থীদের সমর্থনে জনসভা করতে গিয়ে মমতা নাম না করে অধিকারী পরিবারকে নিশানা করেন।