মমতা RSS-এর দালাল, তাঁর ফেডেরাল ফ্রন্টে নেই বামেরা, বললেন সূর্য

এদিন সূর্যবাবু বলেন, "কংগ্রেস ও বিজেপির সঙ্গে আমাদের সমদূরত্বের নীতি কখনও গ্রহণ করেনি দল। বিজেপি আর কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের নীতি মানে রাজ্যে বিজেপিকে রাস্তা করে দেওয়া। এটা আমরা হতে দিতে পারি না।" 

Updated By: Dec 29, 2018, 09:04 PM IST
মমতা RSS-এর দালাল, তাঁর ফেডেরাল ফ্রন্টে নেই বামেরা, বললেন সূর্য

নিজস্ব প্রতিবেদন: লোকসভা নির্বাচনে কংগ্রেসের সঙ্গে জোটের সম্ভাবনা আরও জোরদার করলেন সিপিএমের রাজ্য সম্পাদক সূর্যকান্ত মিশ্র। শনিবার মেদিনীপুরে তিনি স্পষ্ট করেন, কংগ্রেস ও বিজেপির সঙ্গে দলের সমদূরত্বের নীতিতে এগোলে আখেরে লাভ হবে বিজেপিরই। তাই সে পথে হাঁটবে না সিপিএমের বঙ্গ ব্রিগেড। 

দলের সাধারণ সভায় যোগ দিতে এসে এদিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কেও একহাত নেন সূর্যবাবু। মমতা বন্দ্যোপাধ্যায়কে বিজেপি ও আরএসএস-এর দালাল বলে আক্রমণ করেন তিনি। 

এদিন সূর্যবাবু বলেন, "কংগ্রেস ও বিজেপির সঙ্গে আমাদের সমদূরত্বের নীতি কখনও গ্রহণ করেনি দল। বিজেপি আর কংগ্রেসের সঙ্গে সমদূরত্বের নীতি মানে রাজ্যে বিজেপিকে রাস্তা করে দেওয়া। এটা আমরা হতে দিতে পারি না।" 

এক মাস ধরে পরিকল্পনা, দোকান হাতাতেই খুন গণেশ কুণ্ডু?

কংগ্রেসের সঙ্গে ঘনিষ্ঠতা নিয়ে বরাবরই দ্বিমত সিপিএমের বঙ্গ ও কেরল শিবির। কেরলে সিপিএমের প্রধান বিরোধী কংগ্রেস। ওদিকে পশ্চিমবঙ্গে দুই দলেরই অবস্থা কোণঠাসা। এই অবস্থায় পায়ের তলায় মাটি ফিরে পেতে কংগ্রেসের হাত ধরতে চায় সিপিএম। তবে তাতে সায় নেই কারাত ব্রিগেডের। এই নিয়ে কেন্দ্রীয় কমিটি, পলিটব্যুরে, মায় পার্টি কংগ্রেসেও আড়াআড়ি বিভাজন দেখা গিয়েছে সিপিএম নেতৃত্বের মধ্যে। গত বিধানসভা নির্বাচনে পশ্চিমবঙ্গে আসন সমঝোতা করে লড়ে সিপিএম ও কংগ্রেস। ফল বেরোলে দেখা যায় লাভের গুড় ঘরে তুলেছে কংগ্রেস। সিপিএমের ভোট কংগ্রেসে গেলেও কংগ্রেসের ভোট পায়নি সিপিএম। 

সামনে লোকসভা নির্বাচন, তার আগে ফের একবার কংগ্রেসের সঙ্গে জোট করেই এগোতে চায় সিপিএম। এই নিয়ে বেশ কিছুদিন ধরে স্পষ্ট ইঙ্গিত দিচ্ছিলেন সিপিএম নেতৃত্বের একাংশ। কিন্তু শেষ পর্যন্ত রাজ্য সম্পাদকের মুখে এদিনের কথায় স্পষ্ট, কংগ্রেসের সঙ্গে জোটের ব্যাপারে কেন্দ্রীয় নেতৃত্বের নির্দেশের পরোয়া করে না সিপিএমের রাজ্য নেতৃত্ব। 

'হয় শিল্প, নয় জমি', চাষিদের বিক্ষোভে ফের উত্তপ্ত গীতবিতান সিটি চত্বর

এদিন মমতা বন্দ্যোপাধ্যায়কেও তীব্র আক্রমণ করেন সূর্যকান্ত মিশ্র। বলেন, 'মমতা বিজেপি-আরএসএস এর দালাল বা এজেন্ট হিসেবে কাজ করছে। বিরোধী ঐক্য ভাঙতে চাইছেন উনি।' 
তিনি আরো বলেন, 'বহু বাম কর্মী তৃণমূল ও বিজেপির খাতায় নাম লিখিয়েছেন। এবার সেই কর্মীদেরই কাছে ফিরিয়ে নিতে হবে।' একই সঙ্গে সাম্প্রতিক নির্বাচনে বিজেপির হারে দলীয় কর্মীদের উত্ফুল্ল না হতে নির্দেশ দিয়েছেন তিনি। 

এদিন সূর্যকান্ত স্পষ্ট করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রস্তাবিত ফেডেরাল ফ্রন্টের সঙ্গে কোনও যোগ নেই বামেদের। ওই ফ্রন্টের কোনও মঞ্চে কোনও বাম দলকে যে দেখা যাবে না তা স্পষ্ট করেছেন তিনি। 

.