দুর্গা পুজোয় বৃষ্টির ভ্রূকুটি, ইতিউতি উঁকি বর্ষার
Updated By: Sep 26, 2017, 06:29 PM IST
নিজস্ব প্রতিবেদন: পূর্বাভাস থাকলেও এখনও পর্যন্ত তেমন বৃষ্টির সম্মুখীন হতে হয়নি দুর্গা পুজোর কল্লোলিনীকে। কাশ ফুলের দোলা এবার উধাও। দুপুর থেকে রাত, মুখ ভার আকাশের। উঁকি দিতে দিতে এই বুঝি নেমে এল বৃষ্টি! কলকাতার রাস্তায় বৃষ্টির ছিটে ফোঁটা সাময়িক পথচিহ্ন তৈরি করলেও তা স্থায়ী হয়নি। তবে হাওয়া দফতরের আশঙ্কা, এই পুজোতে কলকাতা ভাসাতে পারে বৃষ্টি। পঞ্চমীতে শহর কলকাতার পাশ্ববর্তী অঞ্চলগুলিতে মিনিট কয়েকের বৃষ্টি হলেও পুজোর আনন্দে তা তেমন কোনও প্রভাব ফেলেনি। স্কাই মেট ওয়েদার ডট কমের রিপোর্ট অনুযায়ী আগামী ২৪ ঘণ্টায় আগমন ঘটতে পারে বৃষ্টির।
পুজো সম্পর্কিত খবর পড়তে ক্লিক করুন- এই চার উপাদান ছাড়া দেবী দুর্গার পুজোই হয় না!