আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানা ‌যাবে এইসব সাইট থেকে

আজই মার্কশিট হাতে পেয়ে ‌যাবেন পরীক্ষার্থীরা 

Updated By: Jun 6, 2018, 08:44 AM IST
আজ মাধ্যমিকের ফলপ্রকাশ, রেজাল্ট জানা ‌যাবে এইসব সাইট থেকে

নিজস্ব প্রতিবেদন: আজ অর্থাৎ বুধবার সকালে প্রকাশিত হচ্ছে এবছরের মাধ্যমিক পরীক্ষার ফল। ওয়েবসাইট থেকে ফল জানা ‌যাবে সকাল দশটা থেকে। সকাল নটা নাগাদ আনুষ্ঠানিকভাবে ফল ঘোষণা করা হবে মাধ্যমিক প‌র্ষদের তরফে। আজই স্কুলগুলিকে ছাত্রছাত্রীদের হাতে মার্কশিট তুলে দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, এবছর মাধ্যমিকে বসেছিলেন মোট ১১,০২,৯২১ জন পরীক্ষার্থী। পরীক্ষা শুরু হয়েছিল ১২ মার্চ।

অারও পড়ুন-ডাক্তারি প্রবেশিকায় ফের বঞ্চিত রাজ্যের পড়ুুয়ারা, পরীক্ষাকেন্দ্রে পৌঁছলই না বাংলা প্রশ্নপত্র

যেসব সাইট থেকে ফল জানা ‌যাবে-

www.wbbse.org

www.exametc.com

www.school.gradeup.co

www.indiaresults.com

এসএমএস করে ফল জানা ‌যাবে। এক্ষেত্রে মেসেজ অপশনে গিয়ে লিখতে হবে WB10(space)  রোল নম্বর লিখে পাঠাতে হবে ৫৬০৭০ নম্বরে।

.